Recent Tube

আল কুরআন।


                  সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬,
আয়াত নম্বরঃ ৮১;
وَالَّذِىْ يُمِيْتُنِىْ ثُمَّ يُحْيِيْنِۙ
'এবং তিনিই আমার মৃত্যু ঘটাইবেন, অতঃপর পুনর্জীবিত করিবেন।

  আয়াত নম্বরঃ ৮২;
وَالَّذِىْۤ اَطْمَعُ اَنْ يَّغْفِرَ لِىْ خَطِٓیْــَٔـتِىْ يَوْمَ الدِّيْنِ  ؕ
'এবং আশা করি, তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন।

  আয়াত নম্বরঃ ৮৩;
رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ
'হে আমার প্রতিপালক ! আমাকে জ্ঞান দান কর এবং সৎকর্মপরায়ণদের শামিল কর।

 আয়াত নম্বরঃ ৮৪;
وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ
'আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী কর,

 'আয়াত নম্বরঃ ৮৫;
وَاجْعَلْنِىْ مِنْ  وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ
এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত কর,

 
 
 

Post a Comment

0 Comments