সূরা নম্বরঃ ২৬,
আয়াত নম্বরঃ ৯৬;
قَالُوْا وَهُمْ فِيْهَا يَخْتَصِمُوْنَۙ
উহারা সেখানে বিতর্কে লিপ্ত হইয়া বলিবে,
আয়াত নম্বরঃ ৯৭;
تَاللّٰهِ اِنْ كُنَّا لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ
'আল্লাহর শপথ! আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম।
আয়াত নম্বরঃ ৯৮;
اِذْ نُسَوِّيْكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ
'যখন আমরা তোমাদেরকে জগত সমূহের প্রতিপালকের সমকক্ষ গণ্য করিতাম।
আয়াত নম্বরঃ ৯৯;
وَمَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الْمُجْرِمُوْنَ
'আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করিয়াছিল।
আয়াত নম্বরঃ ১০০;
فَمَا لَـنَا مِنْ شٰفِعِيْنَۙ
'পরিণামে আমাদের কোন সুপারিশকারী নাই।
0 Comments