Recent Tube

আল কুরআন।


              সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ১৫১
وَلَا تُطِيْعُوْۤا اَمْرَ الْمُسْرِفِيْنَۙ
'এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য করিও না 

 আয়াত নম্বরঃ ১৫২;
الَّذِيْنَ يُفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَ لَا يُصْلِحُوْنَ
 'যাহারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, শান্তি স্থাপন করে না।'

 আয়াত নম্বরঃ ১৫৩;
قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَ‌ۚ
উহারা বলিল, 'তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।

 আয়াত নম্বরঃ ১৫৪;
مَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا   ‌ ۖۚ فَاْتِ بِاٰيَةٍ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
'তুমি তো আমাদের মত একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত কর।'

 আয়াত নম্বরঃ ১৫৫;
قَالَ هٰذِهٖ نَاقَةٌ  لَّهَا شِرْبٌ وَّلَـكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُوْمٍ‌ۚ
সালিহ্ বলিল, 'এই একটি উষ্ট্রী, ইহার জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা ;

 
 

 

Post a Comment

0 Comments