সুরা, আস-শোআরা।
সূরা নম্বরঃ ২৬,
আয়াত নম্বরঃ ১৫৬;
وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَيَاْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيْمٍ
'এবং উহার কোন অনিষ্ট সাধন করিও না; করিলে মহাদিবসের শাস্তি তোমাদের উপর আপতিত হইবে।'
আয়াত নম্বরঃ ১৫৭;
فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِيْنَۙ
কিন্তু উহারা উহাকে বধ করিল, পরিণামে উহারা অনুতপ্ত হইল।
আয়াত নম্বরঃ ১৫৮;
فَاَخَذَهُمُ الْعَذَابُؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ
অতঃপর শাস্তি উহাদেরকে গ্রাস করিল। ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মু'মিন নহে।
আয়াত নম্বরঃ ১৫৯;
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
আয়াত নম্বরঃ ১৬০;
كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ اۨلْمُرْسَلِيْنَ ۖ ۚ
লূতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল,
0 Comments