Recent Tube

আল কুরআন।

               সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ১২৬;
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌  ۚ
'অতএব আল্লাহ্‌কে ভয় কর এবং আমার আনুগত্য কর।

 আয়াত নম্বরঃ ১২৭;
وَمَاۤ اَسْــَٔـلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ  ؕ
'আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না, আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকট আছে।

   আয়াত নম্বরঃ ১২৮;
اَتَبْنُوْنَ بِكُلِّ رِيْعٍ اٰيَةً تَعْبَثُوْنَۙ
 'তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নিরর্থক ?

  আয়াত নম্বরঃ ১২৯;
وَ تَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌ۚ
 'আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছ এই মনে করিয়া যে, তোমরা চিরস্থায়ী হইবে।

 'আয়াত নম্বরঃ ১৩০;
وَاِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ  جَبَّارِيْنَ‌ۚ
এবং যখন তোমরা আঘাত হান তখন আঘাত হানিয়া থাক কঠোরভাবে।



 

 

 


Post a Comment

0 Comments