Recent Tube

আল কুরআন।

                    সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ১২১;
اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ
ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই বিশ্বাসী নহে।

  আয়াত নম্বরঃ ১২২;
وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
 এবং তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

  আয়াত নম্বরঃ ১২৩;
كَذَّبَتْ عَادُ اۨلْمُرْسَلِيْنَ  ‌ۖ   ‌ۚ
 'আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল।

  আয়াত নম্বরঃ ১২৪;
اِذْ  قَالَ لَهُمْ اَخُوْهُمْ هُوْدٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ
 যখন উহাদের ভ্রাতা হূদ উহাদেরকে বলিল, 'তোমরা কি সাবধান হইবে না ?'

  আয়াত নম্বরঃ ১২৫;
اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ‌ۙ
 'আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

 

 

 

 

Post a Comment

0 Comments