Recent Tube

আল কুরআন।



                 সুরা, আস-শোআরা।


সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ২০৬
ثُمَّ  جَآءَهُمْ مَّا كَانُوْا يُوْعَدُوْنَۙ

এবং পরে উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছিল তাহা উহাদের নিকট আসিয়া পড়ে,

আয়াত নম্বরঃ ২০৭;
مَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يُمَتَّعُوْنَؕ
তখন উহাদের ভোগ-বিলাসের উপকরণ উহাদের কোন কাজে আসিবে কি?

আয়াত নম্বরঃ ২০৮;
وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا لَهَا مُنْذِرُوْنَ‌‌‌‌‌ ۛ    ‌ۖ  
আমি এমন কোন জনপদ ধ্বংস করি নাই যাহার জন্য সতর্ককারী ছিল না ;

আয়াত নম্বরঃ ২০৯
ذِكْرٰى‌ۛ وَمَا كُنَّا  ظٰلِمِيْنَ
ইহা উপদেশ স্বরূপ, আর আমি অন্যায়াচারী নই,

আয়াত নম্বরঃ ২১০
শয়তানেরা উহাসহ অবতীর্ণ হয় নাই।
وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيٰطِيْنُ

 

Post a Comment

0 Comments