সুরা, আস-শোআরা।
সূরা নম্বরঃ ২৬,
আয়াত নম্বরঃ ২১১;
وَمَا يَنْۢبَغِىْ لَهُمْ وَمَا يَسْتَطِيْعُوْنَؕ
উহারা এই কাজের যোগ্য নয় এবং উহারা ইহার সামর্থ্যও রাখে না।
আয়াত নম্বরঃ ২১২
اِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُوْلُوْنَؕ
উহাদেরকে তো শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হইয়াছে।
আয়াত নম্বরঃ ২১৩;
فَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوْنَ مِنَ الْمُعَذَّبِيْنَۚ
অতএব তুমি অন্য কোন ইলাহ্কে আল্লাহ্র সঙ্গে ডাকিও না, ডাকিলে তুমি শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে।
আয়াত নম্বরঃ ২১৪;
وَاَنْذِرْ عَشِيْرَتَكَ الْاَقْرَبِيْنَۙ
তোমার নিকট-আত্নীয়বর্গকে সতর্ক করিয়া দাও।
আয়াত নম্বরঃ ২১৫;
وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَۚ
এবং যাহারা তোমার অনুসরণ করে সেই সমস্ত মু'মিনদের প্রতি বিনয়ী হও।
0 Comments