Recent Tube

আল কুরআন।


                      সুরা আল কাসাস ;

 সূরা নম্বরঃ ২৮, 
আয়াত নম্বরঃ ৬১,
اَفَمَنْ وَّعَدْنٰهُ وَعْدًا  حَسَنًا فَهُوَ لَاقِيْهِ كَمَنْ مَّتَّعْنٰهُ مَتَاعَ الْحَيٰوةِ الدُّنْيَا ثُمَّ هُوَ  يَوْمَ الْقِيٰمَةِ مِنَ الْمُحْضَرِيْنَ
যাহাকে আমি উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়াছি, যাহা সে পাইবে, সে কি ঐ ব্যক্তির সমান যাহাকে আমি পার্থিব জীবনের ভোগ-সম্ভার দিয়াছি, যাহাকে পরে কিয়ামতের দিন হাযির করা হইবে?

 আয়াত নম্বরঃ ৬২;
وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَـقُوْلُ اَيْنَ  شُرَكَآءِىَ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ
এবং সেই দিন তিনি উহাদেরকে আহবান করিয়া বলিবেন, 'তোমরা যাহাদেরকে আমার শরীক গণ্য করিতে, তাহারা কোথায়?'

 আয়াত নম্বরঃ ৬৩;
قَالَ الَّذِيْنَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ رَبَّنَا هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَغْوَيْنَا ۚ اَغْوَيْنٰهُمْ كَمَا غَوَيْنَا‌ ۚ تَبَـرَّاْنَاۤ اِلَيْكَ‌ مَا كَانُوْۤا اِيَّانَا يَعْبُدُوْنَ
যাহাদের জন্য শাস্তি অবধারিত হইয়াছে তাহারা বলিবে, 'হে আমাদের প্রতিপালক! ইহাদেরকেই আমরা বিভ্রান্ত করিয়াছিলাম ; ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম যেমন আমরা বিভ্রান্ত হইয়াছিলাম ; আপনার সমীপে আমরা দায়িত্ব হইতে অব্যাহতি চাহিতেছি। ইহারা তো আমাদের 'ইবাদত করিত না।'

 আয়াত নম্বরঃ ৬৪;
وَقِيْلَ ادْعُوْا شُرَكَآءَكُمْ  فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا لَهُمْ وَرَاَوُا الْعَذَابَ‌ۚ لَوْ اَنَّهُمْ  كَانُوْا يَهْتَدُوْنَ
উহাদেরকে বলা হইবে, 'তোমাদের দেবতাগুলিকে আহবান কর।' তখন ইহারা উহাদেরকে ডাকিবে। কিন্তু উহারা ইহাদের ডাকে সাড়া দিবে না। ইহারা শাস্তি প্রত্যক্ষ করিবে। হায়! ইহারা যদি সৎপথ অনুসরণ করিত।

 আয়াত নম্বরঃ ৬৫;
وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَـقُوْلُ مَاذَاۤ اَجَبْتُمُ  الْمُرْسَلِيْنَ
আর সেই দিন আল্লাহ্ ইহাদেরকে ডাকিয়া বলিবেন, 'তোমরা রাসূলগণকে কী জবাব দিয়াছিলে?'

 
 

 

 

Post a Comment

0 Comments