Recent Tube

সালাফদের অমীয় বাণী : সম্পাদনা : ড: ইমাম হোসাইন।

  


      
             সালাফদের অমীয় বাণী

 সালাফদের অমীয় বাণী - ১

সাইয়্যেদুনা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন :

❝ যে দুনিয়াকে চাইবে সে আখিরাতের ক্ষতি করবে, আর যে আখিরাতকে চাইবে সে দুনিয়ার ক্ষতি করবে। অতএব, যা অবশিষ্ট রয়েছে (তাতে) আখিরাতের জন্য ধ্বংসশীল দুনিয়াতে ক্ষতির সম্মুখীন হও (কিন্তু আখিরাতের করো না) ❞

 [হিলইয়াতুল আউলিয়া: ১/১৩৮]

  সালাফদের অমীয় বাণী - ২

 সাইয়্যেদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন :

 ❝ তুমি জানোই না যে, আল্লাহ তোমার সাথে কি করবেন। অথচ এরপরেও তুমি হাসি-ঠাট্টায় লিপ্ত থাকো; তোমার এই হাসি-ঠাট্টায় লিপ্ত থাকা গুণাহ করার চেয়েও বড় ❞

 [হিলইয়াতুল আউলিয়া:- ১/৩২৪]

   সালাফদের অমীয় বাণী - ৩

সাইয়্যেদুনা আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন,

 ❝ মানুষ ততক্ষন পর্যন্ত মুত্তাকী হতে পারে না, যতক্ষন না সে জ্ঞান অর্জন করে। আর জ্ঞানের মাধ্যমে উত্তম ও মঙ্গল কিছু কেবল তখনই অর্জন সম্ভব, যখন সেটার ওপর (জ্ঞানানুযায়ী) আমল করা হয় ❞

  [হায়াতুল ছ্বাহাবা:- ৩/২৭৩]


  সালাফদের অমীয় বাণী পর্ব - ৪

সাইয়্যেদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন:

(( لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ يَكُونُ هَمُّ أَحَدِهِمْ فِي بَطْنِهِ ، وَدِينُهُ هَوَاهُ۔)) 
❝ মানুষের ওপর এমন একটি সময় আসবে, যখন একজন ব্যক্তির মূল লক্ষ্য-উদ্দেশ্যই হবে নিজের পেট পূর্ণ করা (দুনিয়া ভোগ করা) আর নিজের খেয়াল-খুশিমতো (দুনিয়াতে) চলাফেরা করাই তার দ্বীন হবে ❞

[কিতাবুয যুহদ লি ইবনুল মুবারক:- ৬০১, সনদ সহীহ]

বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছো... (পর্ব-১/৩) | Dr. Imam Hossain

https://youtu.be/oW9CG_8ZvT0

বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছো... (পর্ব-২/৩) | 
ড.ইমাম হোসাইন. 

https://youtu.be/8QjBJdO-qWk

বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছো... (পর্ব-৩/৩) |
ড.ইমাম হোসাইন. 
https://youtu.be/ID-gCBMETh4

Post a Comment

0 Comments