Recent Tube

জামায়াত ফবিয়ায় ভুগছেন যারা তাদের অন্তত জানা ও বুঝা উচিত যে জামায়াত অন্তত এবার কারোর তুড়ুকের তাশ হবেনা ইনশাআল্লাহ। মো: রুকুনুজ্জামান চৌধুরী।


জামায়াত ফবিয়ায় ভুগছেন যারা তাদের অন্তত জানা ও বুঝা উচিত যে জামায়াত অন্তত এবার কারোর তুড়ুকের তাশ হবেনা ইনশাআল্লাহ। 
------------------------- 

কেউ জামায়াতে ইসলামী নিয়ে আঁতাতের গন্ধ খুজে বা পায়,কেউ সুযোগ দিচ্ছি বা দিবে বলে এঙ্গেলে কিছু বুঝাতে চায় আমার মতে তারা দুইয়েই জামায়াত  ফবিয়ায় ভূগছে এটা তাদের রোগ ট্রিটমেন্ট তাদের জন্য প্রয়োজন? 

জামায়াত অন্তত এবার কারোর তুড়ুকের তাশ হবেনা যতটুকু বুঝা যাচ্ছে তবে এটাও মনে রাখা উচিৎ যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন ব্যক্তি বা দলের দয়া ভিক্ষায় এপর্যন্ত আসেনি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দয়ায় অনেক পরীক্ষার ফসল আজকের এই অবস্থান। 

আলহামদুলিল্লাহ, যারা ভেবেছিল জামায়াত শেষ, যারা বলেছিল জামায়াত আর ঘুরে দাড়াতে পারবেনা দেখা যায় তারাই বেশিরভাগ জামায়াত নিয়ে বেফাস,  আজগুবি ও বানোয়াট কল্প কাহিনি বানাতে ও প্রচার করতে ব্যতিব্যস্ত। শেষ কথা হচ্ছে জামায়াতে ইসলামি কোন ব্যক্তি দল কিংবা যেকোন দেশি বিদেশি ক্ষমতাধর বা ক্ষমতাসীন কাউকে প্রভূ মনে করেনা তাদের উপর ভরসা করে চলেনা চলার চেষ্টাও করেনা। 

 বাংলাদেশ জামায়াতে ইসলামী এক আল্লাহর উপর ভরসা করে সাংবিধানিক, রাজনৈতিক নীতিমালা ফলো করে দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার আদায় ও প্রতিষ্ঠার কাজ গোপনে নয় আলহামদুলিল্লাহ প্রকাশ্যেই ধৈর্যের সাথে নিরলসভাবে করে যাচ্ছে যার ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।
------------------------- 
২২-৬-২০২৩ইং
লেখক হিসাবের কেউ না?

Post a Comment

0 Comments