কুফরে আসগার(ছোট কুফরী)।
দ্বিতীয় প্রকার কুফরী হলো: কুফরে আসগার (ছোট কুফরী) যা মুসলিমকে ইসলাম থেকে বের করে দেয় না। এটা আমলগত কুফরী। এটা ঐ সকল গুণাহ যেগুলোকে কুরআন ও হাদীসে কুফরী বলে উল্লেখ করা হয়েছে, তবে তা বড় কুফরীর সীমানা পর্যন্ত পৌঁছে না। যেমন আল্লাহর নিম্নোক্ত আয়াতে উল্লেখিত নিয়ামতের কুফরী বা অস্বীকার করা,
وَ ضَرَبَ اللّٰہُ مَثَلًا قَرۡیَۃً کَانَتۡ اٰمِنَۃً مُّطۡمَئِنَّۃً یَّاۡتِیۡہَا رِزۡقُہَا رَغَدًا مِّنۡ کُلِّ مَکَانٍ فَکَفَرَتۡ بِاَنۡعُمِ اللّٰہِ
আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, যেথায় আসতো সর্বদিক হতে প্রচুর জীবনোপকরণ; অতঃপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল। সুরা আন্ নাহল ১৬:১১২ ।
মুসলমানের সাথে মুসলমানের যুদ্ধে লিপ্ত হওয়াও এ প্রকার কুফরীর অন্তর্ভুক্ত।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
"মুসলিমকে গালি দেয়া ফাসিকী এবং তার সাথে লড়াই করা কুফরী।" সহীহ বুখারী হা/৪৮
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেন,
‘আমার পরে তোমরা একে অপরের গর্দান কাটাকাটি করে কাফির (এর মত) হয়ে যেও না।’
সহীহ বুখারী, হা/ ১২১
আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করাও এ ধরণের কুফরীর অন্তর্ভুক্ত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন,
" আল্লাহ তা‘আলার নাম ব্যতীত অন্য কিছুর নামে যে লোক শপথ করল সে যেন কুফরী করল অথবা শিরক করল।"
জামে' আত-তিরমিজি, হা/১৫৩৫
আল্লাহ তা'আলা কাবীরা গুণাহকারীকে মুমিন বলে উল্লেখ করে বলেন,
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُتِبَ عَلَیۡکُمُ الۡقِصَاصُ فِی الۡقَتۡلٰی ؕ
হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর ‘কিসাস’ ফরয করা হয়েছে। সুরা বাক্বারা ২:১৭৮
আল্লাহ তা'আলা হত্যাকারীকে মুমিনের তালিকা থেকে থেকে বের করে দেননি। বরং তাকে নিহতের অভিভাবকদের ভাই বলে উল্লেখ করেছেন। আল্লাহ তা'আলা বলেন,
فَمَنۡ عُفِیَ لَہٗ مِنۡ اَخِیۡہِ شَیۡءٌ فَاتِّبَاعٌۢ بِالۡمَعۡرُوۡفِ وَ اَدَآءٌ اِلَیۡہِ بِاِحۡسَانٍ ؕ
তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে, তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দেবে। সুরা বাক্বারা ২:১৭৮
এতে কোনো সন্দেহ নেই, এ ভ্রাতৃত্ব দ্বারা ইসলামী ভ্রাতৃত্ব উদ্দেশ্য। আল্লাহ তা'আলা বলেন,
وَ اِنۡ طَآئِفَتٰنِ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ اقۡتَتَلُوۡا فَاَصۡلِحُوۡا بَیۡنَہُمَا ۚ
আর যদি মুমিনদের দু’দল যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। সুরা আল হুজুরাত ৪৯:৯
পরের আয়াতে আল্লাহ তা'আলা বলেন,
اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ اِخۡوَۃٌ فَاَصۡلِحُوۡا بَیۡنَ اَخَوَیۡکُمۡ
নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ- মীমাংসা করে দাও। সুরা আল হুজুরাত ৪৯:১০
-------------------------
সংগ্রহ।
0 Comments