Recent Tube

আল কুরআন।


              
                             সুরা লোকমান :

সূরা নম্বরঃ ৩১, আয়াত নম্বরঃ ০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে।

আয়াত নম্বরঃ ১
الٓمّٓ  ‌ۚ
 আলিফ-লাম-মীম;

আয়াত নম্বরঃ ২
تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْحَكِيْمِۙ
এইগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত,

 আয়াত নম্বরঃ ৩;
هُدًى وَّرَحْمَةً لِّلْمُحْسِنِيْنَۙ
 পথ নির্দেশ ও দয়া স্বরূপ সৎকর্মপরায়ণদের জন্য;

 আয়াত নম্বরঃ ৪
الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ  يُوْقِنُوْنَؕ
 যাহারা সালাত কায়েম করে, যাকাত দেয়, আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী;

 আয়াত নম্বরঃ ৫;
اُولٰٓٮِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
 তাহারাই তাহাদের প্রতিপালকের নির্দেশিত পথে আছে এবং তাহারাই সফলকাম।

 



 



Post a Comment

0 Comments