Recent Tube

কোন ব্যক্তি মাহরামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বা যেনায় লিপ্ত হলে তার শাস্তি কি হবে❓


কোন ব্যক্তি মাহরামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বা যেনায় লিপ্ত হলে তার শাস্তি কি হবে❓
-------------------🔰📚🔰-------------------

 উত্তরঃ মাহরাম নারীকে বিবাহ করা হারাম। 
মহান আল্লাহ তাআলা বলেনঃ
তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা এবং মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইঝি, ভাগিনী, দুধ মা, দুধ বোন, শ্বাশুড়ী, তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছ তার পূর্ব স্বামীর ঔরসজাত মেয়ে যারা তোমাদের তত্ত্বাবধানে আছে, কিন্তু যদি তাদের সাথে তোমরা সহবাস না করে থাক, তবে (তাদের বদলে তাদের মেয়েদেরকে বিয়ে করলে) তোমাদের প্রতি গুনাহ নেই এবং (তোমাদের প্রতি হারাম করা হয়েছে) তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী এবং এক সঙ্গে দু’ বোনকে (বিবাহ বন্ধনে) রাখা, পূর্বে যা হয়ে গেছে, হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, দয়ালু।
📗 4,An-Nisaa: Ayah No. 23

কেউ জেনে শুনে মাহরাম নারীকে বিবাহ করলে এবং তার সাথে সহবাস করে থাকলে তার উপর হদ্দ কায়েম হবে। 
আর না জেনে বিবাহ করে থাকলে জানার সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে এবং খালেছ নিয়তে তওবা করবে ✅
📖 ইবনু কুদামাহ, মুগনী ১২/৩৪১-৩৪৩; ইবনু আবেদীন, রাদ্দুল মুহতার ৪/২৫

 বারা ইবনু আযেব (রাঃ) বলেন, 
আমার মামা (আবূ বুরদা) এর সাথে আমার সাক্ষাৎ হ’ল। আর তার হাতে একটি পতাকা ছিল। আমি তাকে প্রশ্ন করলাম, কোথায় যাচ্ছেন?
তিনি বললেন, আমাকে রাসূল (ছাঃ) এমন এক লোকের নিকট পাঠিয়েছেন যে লোক তার পিতার স্ত্রীকে (সৎমাকে) বিবাহ করেছে। ফলে তিনি আমাকে তার মাথা কেটে ফেলা ও তার সম্পদ সমূহ নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন‼️

 📚 আবু দাউদঃ ৪৪৫৭; ৪৪৫৬
নাসায়ীঃ ৩৩৩১, ৩৩৩২; 
ইবনে মাজাহঃ ২৬০৭, ২৬০৮
ইরওয়াঃ ২৩৫১

আর বিবাহিত হউক বা অবিবাহিত হউক কোন পুরুষ বা নারী মাহরামের সাথে যেনায় লিপ্ত হলে তার উপর হদ্দ কায়েম করতে হবে 
📖 ইবনুল ক্বাইয়িম, আল-জাওয়াবুল কাফী ১/১৭৪; 
উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১৪/২৪৬
উল্লেখ্য যে, যেকোন শারঈ হদ্দ কায়েমের দায়িত্ব হল সরকারের।

Post a Comment

0 Comments