Recent Tube

আল হাদিস



 মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেয়া, 
 কবিরা গুনাহ বা বড়ো পাপ 💥

 প্রিয় নবী মুহাম্মদ (ﷺ) বলেছেন 
আমি কি তোমাদের সব থেকে বড় গুনাহ সম্পর্কে সতর্ক করব না? 
আমরা বললাম: অবশ্যই সতর্ক করবেন, হে আল্লাহ্‌র রসূল! তিনি বললেনঃ
আল্লাহ্‌র সঙ্গে কোন কিছুকে অংশীদার গণ্য করা, 
পিতা-মাতার নাফরমানী করা। 
এ কথা বলার সময় তিনি হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন। এরপর (সোজা হয়ে) বসলেন এবং বললেনঃ
মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেয়া, 
দু’বার করে বললেন এবং ক্রমাগত বলেই চললেন। এমনকি আমি বললাম, তিনি মনে হয় থামবেন না।

 📚 সহিহ বুখারীঃ ৫৯৭৬, ৫৯৭৭, ৬৮৭১
নাসায়ীঃ ৪০১০, ৪০১১, ৪৮৬৭
আদাবুল মুফরাদঃ ১৫,
শামায়েলে তিরমিজিঃ ৯৯
হাদিস সম্ভারঃ ১৭২৪
তিরমিজিঃ ১৯০১, ৩০১৮, 

হাদিসের মান: সহিহ হাদিস

‘‘আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের শেষ সীমায় একটি ঘর দেওয়ার জন্য জামিন হচ্ছি, 
যে সত্যাশ্রয়ী হওয়া সত্ত্বেও কলহ-বিবাদ বর্জন করে। 
সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হচ্ছি, যে উপহাসছলেও মিথ্যা বলা বর্জন করে। 
আর সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটি ঘরের জামিন হচ্ছি, যার চরিত্র সুন্দর।’’

 📚 রিয়াদুস সলেহিনঃ ৬৩৫
আবু দাউদঃ ৪৮০০
হাদিসের মান: সহিহ হাদিস

সে ব্যক্তি মিথ্যুক নয়, 
যে লোকের মধ্যে আপোষে সমাধা করে দেয়। 
সে কল্যাণের জন্যই মিথ্যা বলে এবং কল্যাণের জন্যেই চোগলখোরী করে।
ইবনু শিহাব (রহঃ) বলেন, তিনটি স্থান ছাড়া আর কোন বিষয়ে রসূলুল্লাহ (ﷺ) মিথ্যা বলার অনুমতি দিয়েছেন বলে আমি শুনিনি। 
যুদ্ধ কৌশলের ক্ষেত্রে, 
মানুষের মধ্যে আপোষ-মীমাংশা করার জন্য, 
সহধর্মিণীর সাথে স্বামীর কথা ও স্বামীর সাথে সহধর্মিণীর কথা বলার ক্ষেত্রে।

 📚 সহিহ মুসলিমঃ ৬৫২৭
আদাবুল মুফরাদঃ ৩৮৬,
তিরমিজিঃ ১৯৩৯ 
আবু দাউদঃ ৪৯২১
হাদিসের মান: সহিহ হাদিস

রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ 
সত্যকে ধারণ করা তোমাদের একান্ত কর্তব্য। 
কেননা সততা নেক কর্মের দিকে পথপ্রদর্শন করে আর নেককর্ম জান্নাতের পথপ্রদর্শন করে। কোন ব্যক্তি সর্বদা সত্য কথা বললে ও সত্য বলার চেষ্টায় রত থাকলে, অবশেষে আল্লাহর নিকট সে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। 
আর তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো! 
কেননা মিথ্যা পাপের দিকে পথপ্রদর্শন করে। আর পাপ নিশ্চিত জাহান্নামের দিকে পরিচালিত করে। 
কোন ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে এবং মিথ্যার উপর অবিচল থাকার চেষ্টা করলে, অবশেষে সে আল্লাহর নিকট মিথ্যাবাদীরূপে লিপিবদ্ধ হয়।

 📚 সহিহ মুসলিমঃ ৬৫৩৩, ৬৫৩১
আবু দাউদঃ ৪৯৮৮
তিরমিজিঃ ১৯৭১

হাদিসের মান: সহিহ হাদিস

Post a Comment

0 Comments