Recent Tube

আল কুরআন।

          


           
                 সূরা, আল আহযাবঃ ৩৩,

 আয়াত নম্বরঃ ৪১
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا اللّٰهَ ذِكْرًا كَثِيْرًا  ۙ
হে মু'মিনগণ! তোমরা আল্লাহ্‌কে অধিক স্মরণ কর,
 আয়াত নম্বরঃ ৪২;
وَّ سَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا
এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।

  আয়াত নম্বরঃ ৪৩;
هُوَ الَّذِىْ يُصَلِّىْ عَلَيْكُمْ وَمَلٰٓٮِٕكَتُهٗ  لِيُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ ؕ وَكَانَ بِالْمُؤْمِنِيْنَ رَحِيْمًا
 তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তাঁহার ফেরেশতাগণও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে। অন্ধকার হইতে তোমাদেরকে আলোকে আনিবার জন্য, এবং তিনি মু'মিনদের প্রতি পরম দয়ালু।

 আয়াত নম্বরঃ ৪৪;
تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهٗ سَلٰمٌ  ۖۚ وَاَعَدَّ لَهُمْ اَجْرًا كَرِيْمًا
 যেদিন তাহারা আল্লাহ্‌র সঙ্গে সাক্ষাত করিবে, সেদিন তাহাদের প্রতি অভিবাদন হইবে 'সালাম'। তিনি তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন উত্তম প্রতিদান।

  আয়াত নম্বরঃ ৪৫;
يٰۤـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ
হে নবী! আমি তো তোমাকে পাঠাইয়াছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে,



 




Post a Comment

0 Comments