১০০ জন শ্রেষ্ঠ মানবের তালিকায় সর্বশ্রেষ্ঠ জন হলেন আমার নাবী মুহাম্মাদ ﷺ
-----------------------------------------
মুহাম্মাদ ﷺ কে ১ম নং-এ রেখেছেন এক অমুসলিম খ্রিস্টান ঐতিহাসিক বিজ্ঞানী দার্শনিক মাইকেল হার্ট।
ইসলাম আসার আগেও আমার রাসূল আরবের কাফেরদের কাছে ছিলেন আল-আমীন
আছ-ছাদিক। আর ইসলামের চৌদ্দশ বছর পরেও পৃথিবীর অধিকাংশ চৌকশ ও বিদ্বান কাফেরদের চোখে আমার নাবীই সর্বশ্রেষ্ঠ।
ওয়া লিল্লাহিল হামদ,
হাজার নাস্তিক আসাদ নূর এবং শত শত তসলিমা নাসরিন কুকুরের মত ঘেউ ঘেউ করলেও মুহাম্মাদের (সা:) মাকাম ও মর্যাদা এক তিল পরিমাণও ক্ষুন্ন হবে না এবং হবারও নয়।
আবূ হুরায়রা (রাঃ) বলেন:-
রাসূল (ﷺ) বলেছেন, তোমরা কি আশ্চর্যান্বিত হও না? আমার উপর আরোপিত কুরাইশদের নিন্দা ও অভিশাপকে আল্লাহ্ তা’আলা কি চমৎকারভাবে দূরীভূত করছেন? তারা আমাকে নিন্দিত ভেবে গালি দিচ্ছে, অভিশাপ করছে অথচ আমি মুহাম্মাদ চির প্রশংসিত।
📚 সহিহ বুখারীঃ ৩৫৩৩
নাসায়ীঃ ৩৪৩৮
হাদিসের মান: সহিহ হাদিস।
-------------------------
সংগ্রহ ও পরিমার্জিত।
0 Comments