যে কারণে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া হয়েছে।
হায়! আযাব সামনে দেখে এই জালেমরা যা কিছু অনুধাবন করার তা যদি আজই অনুধাবন করতো যে, সমস্ত শক্তি ও ক্ষমতা একমাত্র আল্লাহর অধীন এবং শাস্তি দেয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর।"(আল-বাকারা-১৬৫)
সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ!একথা জামায়াতের গঠনতন্ত্রে আছে এবং জামায়াত পরিপূর্ণভাবে তা বিশ্বাস করে।যার কারণেই জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে।কেন?
কারণ,জামায়াত বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস বা মালিক আল্লাহ, আর বর্তমান যে সংবিধান তৈরি করা হয়েছে, সেখানে বলা হয়েছে সমস্ত ক্ষমতার মালিক বা উৎস জনগণ।
যে সংবিধান কুরআনের সাথে সাংঘর্ষিক সে সংবিধান কী কোন মুসলিম দেশে থাকতে পারে?কোন মুসলমান কী সেটা মেনে নিতে পারে?
যদি পারে,তাহলে সে কী করল?
নিশ্চয় কুফুরি করল!
"যারা কুফরীর নীতি অবলম্বন করেছে এবং কুফরীর অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের ওপর আল্লাহর ফেরেশতাদের ও সমগ্র মানবতার লানত।"(আল-বাক্বারাহ
-১৬১)
কুফরের আসল মানে হচ্ছে গোপন করা, লুকানো। এ থেকেই অস্বীকারের অর্থ বের হয়েছে। ঈমানের বিপরীত পক্ষে এ শব্দটি বলা হয়। ঈমান অর্থ মেনে নেয়া, কবুল করা, স্বীকার করা। এর বিপরীতে ‘কুফর’-এর অর্থ না মানা, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা।
0 Comments