সূরা নম্বরঃ ৩৬,
আয়াত নম্বরঃ ০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে
আয়াত নম্বরঃ ১
يٰسٓ ۚ
ইয়া-সীন,
আয়াত নম্বরঃ ২;
وَالْقُرْاٰنِ الْحَكِيْمِ ۙ
শপথ জ্ঞানগর্ভ কুরআনের,
আয়াত নম্বরঃ ৩;
اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَۙ
তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত;
আয়াত নম্বরঃ ৪;
عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍؕ
তুমি সরল পথে প্রতিষ্ঠিত।
আয়াত নম্বরঃ ৫
تَنْزِيْلَ الْعَزِيْزِ الرَّحِيْمِ ۙ
কুরআন অবতীর্ণ পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর নিকট হইতে,
আয়াত নম্বরঃ ৬;
لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اُنْذِرَ اٰبَآؤُهُمْ فَهُمْ غٰفِلُوْنَ
যাহাতে তুমি সতর্ক করিতে পার এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, যাহার ফলে উহারা গাফিল।
আয়াত নম্বরঃ ৭;
لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلٰٓى اَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ
উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে; সুতরাং উহারা ঈমান আনিবে না।
আয়াত নম্বরঃ ৮;
اِنَّا جَعَلْنَا فِىْۤ اَعْنَاقِهِمْ اَغْلٰلًا فَهِىَ اِلَى الْاَ ذْقَانِ فَهُمْ مُّقْمَحُوْنَ
আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরাইয়াছি, ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে।
আয়াত নম্বরঃ ৯;
وَجَعَلْنَا مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ
আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত করিয়াছি; ফলে উহারা দেখিতে পায় না।
আয়াত নম্বরঃ ১০;
وَسَوَآءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُوْنَ
তুমি উহাদেরকে সতর্ক কর বা না কর, উহাদের পক্ষে উভয়ই সমান; উহারা ঈমান আনিবে না।
0 Comments