Recent Tube

সামর্থ্যবানের ব্যক্তিদের জন্য ফি*লি*স্তি*নের মজলুম মুসলিমদের পক্ষে লড়াই করা ফরজ, বিপক্ষে অবস্থান নেয়া কুফুরী, যার পরিণতি জাহান্নামঃ মুহাম্মদ তানজিল ইসলাম।



 
সামর্থ্যবানের ব্যক্তিদের জন্য ফি*লি*স্তি*নের মজলুম মুসলিমদের পক্ষে লড়াই করা ফরজ, বিপক্ষে অবস্থান নেয়া কুফুরী, যার পরিণতি জাহান্নামঃ
--------------------------------------------------------------

সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল আযীয ইবনু বায (১৩৩০-১৪২০ হি) রহিমাহুল্লাহ বলেন,
‎القضية الفلس~طين~ية قضية إسلامية أولاً وأخيرًا، ولكن أعداء الإسلام بذلوا جهوداً جبارة لإبعادها عن الخط الإسلامي، وإفهام المسلمين من غير العرب، أنها قضية عربية، لا شأن لغير العرب بها، ويبدوا أنهم نجحوا إلى حد ما في ذلك، ولذا فإنني أرى أنه لا يمكن الوصول إلى حل لتلك القضية، إلا باعتبار القضية إسلامية، وبالتكاتف بين المسلمين لإنقاذها، وجهاد اليهود جهاداً إسلامياً، حتى تعود الأرض إلى أهلها
“ফি~লি~স্তি~নী ইস্যুটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ইসলামী ইস্যু, কিন্তু ইসলামের শত্রুরা তাদের যাবতীয় প্রপাগান্ডা ও প্রচেষ্টা শুধুমাত্র এটার উপরই চালিয়েছে যে, কিভাবে একে ইসলামের চতুঃসীমা থেকে বের করে দেয়া যায় আর অনারব মুসলিমদের এটা বুঝানো যায় যে, এটা নিছক আরবীয় ইস্যু, যার সঙ্গে অনারবদের কোনো দেন-দরবার নেই। আরা তারা শুরু থেকেই তাদের উদ্দেশ্য সাধনে সফল হয়েছে, যার মধ্যে এটাও একটা। সেজন্য আমার মতামত হচ্ছে, বিষয়টিকে একটি ইসলামী ইস্যু হিসেবে সামনে আনা, মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে এর সমাধান করা এবং সকলে মিলে এই জমিনকে তার অধিবাসী (ফিলি*স্তিনী)'দের হাতে ফিরিয়ে না দেয়া অবধি ই*হূ*দীদের বিরুদ্ধে ইসলামের বিধান মাফিক জি*হা*দ পরিচালনা করা জরুরী। এতদভিন্ন এই ইস্যুর কোনো সমাধানে পৌঁছোনো যাবে না।” (ইবনু বায, মাজমূ’য়ু ফাতাওয়া ১/২৭৭)

মহান আল্লাহ তা'য়ালা বলেন, 
وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا. الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ ۖ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ ۖ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا.
আর তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছ না! অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, ‘হে আমাদের রব, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা জালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করুন।’ যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, আর যারা কুফরী করেছে তারা লড়াই করে তাগুতের পথে। সুতরাং তোমরা লড়াই কর শয়তানের বন্ধুদের বিরুদ্ধে। নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। (সূরা নিসা ৪/৭৫-৭৬)

ফি*লি*স্তি*নের মুসলিমদের উপর ই*স*রা*য়ে*লের ই*হু*দীরা যুগ যুগ ধরে অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন করছে। এরপরেও জালিমদের প্রতি ঝুঁকে পড়ে যারা মজলুম মুসলিমদের বিরুদ্ধে ফতোয়াবাজী করছে তাদের চূড়ান্ত পরিণতি জাহান্নাম। মহান আল্লাহ বলেন, 
وَلَا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَاءَ ثُمَّ لَا تُنْصَرُونَ.
আর যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না; অন্যথায় জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক থাকবে না। অতঃপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। (সূরা হুদ ১১/১১৩)

Post a Comment

0 Comments