Recent Tube

ভিক্ষাার গান। নুর মোহাম্মদ চৌধুরী (মুবিন)।




ভিক্ষাার গান
-------------------------- 
নুর মোহাম্মদ চৌধুরী (মুবিন) -
------------------------------------------------
দেশময় জনতার আহাজারি.. 
দুমুঠো ভাতের তরে,
অবিরাম খেটে মরে..
হয়না যে নুন তরকারি।। 

কর্তার বুকে হাহাকার... 
ভোখা তার পরিজন, 
ঠিকেনা ঘরেতে মন,
ধ্বংস বিরাণ সংসার।।

আজ অসুর করেছে ভর,
অবলার কুঁড়ে ঘর,
সুরাহা অতীব দরকারী....।
দুমুঠো ভাতের তরে, 
অবিরাম খেটে মরে.. 
হয়না যে নুন তরকারি।। 

আজ দু'হাজার তেইশের বিদায় লগ্ন কালে
রবি ফসলের মৌসুমে, 
আলু কেন পঞ্চাশে, লাউ কেন শ'তে হাসে,
ঘুঘু কেন রয় কালঘুমে।


জানি লুটেরার সমিতি,
বাড়ায়েছে দুর্গতি,
চলো তার ঠুঁঠি চেপে ধরি....।
দুমুঠো ভাতের তরে,
অবিরাম খেটে মরে, 
হয়না যে নুন তরকারি।। 


এই সেই বাংলায়, সুবেদার সাইস্তায়,
শাষন করেছে মমতায়।
ছিল ঘৃত, মধু, মাছ, ডাল,
সুবিশাল,  আর চাল..
আট মন ছিল যে টাকায়।

সব দুষ্ট হাতের রঙ,
মুছে দিতে জনগন,
রাজপথে এসো ত্বরা করি।
দুমুঠো ভাতের তরে, 
অবিরাম খেটে মরে, 
হয়না যে নুন তরকারি।। 

জানি দুষ্টু রাজন, তোরা নিবেনা কখন,
কোন শিক্ষা ইতিহাস ঘাটি,
মগজে পচন যার, 
ওষুধে কি হবে তার,
সে তো দেখে সবই পরিপাটি। 
আজ শেখ, ছোবা, হযরত,
করে দেবো গায়রত,
চলো সবে হাতে হাত ধরি।

দুমুঠো ভাতের তরে  
অবিরাম খেটে মরে, 
হয়না যে নুন তরকারি।।।

Post a Comment

0 Comments