Recent Tube

তোমরাই আসল ইবনে উবাই। মো: রুকুনুজ্জামান চৌধুরী।

তোমরাই আসল ইবনে উবাই
মো: রুকুনুজ্জামান চৌধুরী। 
------------------------- 

রক্তস্নাত সেই-সে দিনের
সব ভুলে যে হয় রাজি 
ঈমান বেচে গেয়ে নেচে
করছে যারা ডিগবাজী।।

নাস্তিকেদের পুষ্যিপুত্তুর
নিজেই কে যে বেখবর।
দেখতে তব  অপেক্ষাতে
পরিণতি কেমনতর।।

ওলামায়ে ছু কারা'যে!
নিজেই সে তা ভাবছেকি?
দ্বিনের লেবাছে ইবনে উবাই
নাকি সত্য মুসলিম থাকছে কি?

   
মিল অমিলের ঢের ফারাগে
লেবাছ ভূষণ কর্মে নাই
দেখতে যতই পরিপাটী হও
তোমরাই আসল ইবনে উবাই।।

Post a Comment

0 Comments