প্রশ্ন :
অনেকেই বলেন "দ্বীনি পরিবেশ না থাকলে আস্তে আস্তে দ্বীনদারিত্ব হারিয়ে যায়"। এই কথাটা কি সঠিক?
উত্তর :
হ্যাঁ, দ্বীনী পরিবেশ না থাকলে ঈমান দুর্বল হয়ে যায় এ কথা সত্য। অনেক সময় দ্বীনহীন ও খারাপ পরিবেশে থাকার ফলে ইমান চলে যাওয়ারও আশঙ্কা থাকে। তাই ইসলামের দৃষ্টিতে দ্বীনি পরিবেশে থাকার এবং দ্বীনদার ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব অপরিসীম। এতে দ্বীনের পথে চলতে সহজ হয় এবং এ পথে চলতে সহযোগিতা পাওয়া যায়।
-------------------------
উত্তর প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।
#abdullahilhadi
#সংক্ষিপ্ত_প্রশ্নোত্তর
0 Comments