জালিমদের আল্লাহ তা'য়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাঃ
---------------------------------------------------------------
আল্লাহ তা'য়ালা বলেন,
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ.
জালিমরা যা করছে, আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফেল মনে করো না। (সূরা ইবরাহীম ১৪/৪২)
আবু মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা: বলেছেন,
إِنَّ اللهَ لَيُمْلِيْ لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ.
‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন। অবশেষে তাকে এমনভাবে পাকড়াও করেন যে, সে আর ছুটে যেতে পারে না’ (সহীহ বুখারী হাঃ ৪৬৮৬; সহীহ মুসলিম হাঃ ২৫৮৩; বায়হাকী ৬/৯৪)।
আল্লাহ তা'য়ালা বলেন,
وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا.
আর অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে জুলম করার কারণে ধ্বংস করেছি। (সূরা ইউনুস ১০/১৩)
জালিমদের আখিরাতের শাস্তি সম্পর্কে আল্লাহ তা'য়ালা বলেন,
إِنَّمَا السَّبِيلُ عَلَى الَّذِينَ يَظْلِمُونَ النَّاسَ وَيَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ.
(আখিরাতে) কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা মানুষের উপর জুলম চালায় এবং জমিনে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে বেড়ায়। তাদের জন্য রয়েছে জাহান্নামে যন্ত্রণাদায়ক আযাব। (সূরা আশ শূরা ৪২/৪২)

0 Comments