জাদু থেকে মুক্তির উপায়:
প্রশ্ন:
এক বোনের স্বামী এবং সন্তানকে কেও জাদু করেছে। যার ফলে সে সংসারে খুবই অশান্তির মধ্য আছে। এখন সে জানতে চেয়েছে যে, এ জাদু কাটানোর কোনো উপায় আছে কিনা?
উত্তর:
আমরা দুই করি, আল্লাহ তাআলা যেন উক্ত বোনের সকল সমস্যা দূরভীত করে দেন এবং তার পরিবারে শান্তি-শৃংখলা ফিরিয়ে আনেন। আমিন।
যদি প্রমাণিত হয় যে, উক্ত বোনের স্বামী ও সন্তানকে কেউ জাদু করেছে তাহলে জাদু কাটানোর জন্য শরিয়ত সম্মত ঝাড়-ফুঁক করা জায়েজ রয়েছে।
ইমাম ইবনুল ক্বাইয়েম বলেন, জাদু-টোনা ইত্যাদির ক্ষেত্রে সবচেয়ে উপকারী চিকিৎসা হল, এলাহি চিকিৎসা। বরং প্রকৃতপক্ষে তাই হল, আসল উপকারী চিকিৎসা।
তম্মধ্যে উল্লেখযোগ্য হল:
- ১) প্রথম পন্থা : যে সমস্ত বস্তু দ্বারা জাদু করা হয়েছে তা সম্ভব হলে বের করা এবং নষ্ট করে ফেলা।
- ২) দ্বিতীয় পন্থা হচ্ছে: মান্যবার শায়খ ইবনু বায রহ. বলেন, জাদু থেকে মুক্তির জন্য নিম্ন লিখিত পদ্ধতি অবলম্বন করা যায়:
সাতটি কাঁচা কুল (বরই) পাতা বেঁটে একটি পাত্রে রাখবে এবং তাতে পানি মিশ্রিত করবে। পানি এমন পরিমাণ হওয়া চাই যা দ্বারা গোসল করা সম্ভব হয়। এরপর উক্ত পানিতে কুরআনের এ আয়াতগুলো পড়ে ফুঁক দিবে: আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা আরাফের ১১৭ থেকে ১২২ নম্বর আয়াত, সূরা ইউনুসের ৭৯ থেকে ৮২ নম্বর আয়াত এবং সূরা ত্বায়াহার ৬৫ থেকে ৭০ নম্বর আয়াত।
তারপর উক্ত পানি থেকে কিছু পানি রুগীকে পান করাবে এবং অবশিষ্ট দ্বারা তাকে গোসল করাবে। ইনশাআল্লাহ্ এ দ্বারা যাদু কেটে যাবে।
যদি প্রয়োজন দেখা দেয় তবে উক্ত পদ্ধতী দু বার বা ততোধিক ব্যবহার করতে পারে। (বহুবার এ পদ্ধতী পরীক্ষা করা হয়েছে এবং আল্লাহ্ তা দ্বারা উপকার দান করেছেন।)
জাদু সহ সকল প্রকার বালা-মুসিবতের সবচেয়ে উপকারী চিকিৎসা হল, খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা ও বেশি বেশি ইস্তিগফার করা। কেননা পাপাচারই হল সকল মুসিবতের প্রধান কারণ। আর তওবাই হল তার প্রধান ঔষধ।
আল্লাহু আলাম।
-------------------------
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
#abdullahhilhadi
#সংক্ষিপ্ত_প্রশ্নোত্তর
আরও পড়ুন
যাদুটোনা থেকে নিরাময়ের উপায়
https://islamqa.info/bn/12918
0 Comments