চরমোনাই থেকে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার ঘটনাঃ
মাওলানা আব্দুল মালেক আল আজহারী
------------------------------------------------------
নীলফামারী সদর উপজেলায় দায়িত্বরত অবস্থায় সংগঠন সম্পর্কে এবং বিষয়ভিত্তিক অনেক গুলো আয়াত ও হাদীস মুখস্থ করেছিলাম। যা আমার এখনও অনেক উপকার করছে। আলহামদুলিল্লাহ।
তৎকালীন জেলা সভাপতি আব্দুল আজিজ ভাই, জেলা সেক্রেটারি আনিসুর রহমান ভাই আমাকে অনেক অনেক ভালোবাসতেন। তৎকালীন নীলফামারী সদর উপজেলা সভাপতি ছগির আলম মিঠু ভাইয়ের অনেক কথা এখনো আমার ব্যক্তিগত ডায়েরীতে সংরক্ষণ রয়েছে। মাঝেমধ্যে ডায়েরী খুলে মুক্তার মতো কথা গুলো পড়ি এবং ব্যক্তিগত জীবনের স্বপ্নগুলো পূরণের চেষ্টা করি।
আমাকে নীলফামারী জেলায় দায়িত্ব দেওয়া হয়। জেলা দায়িত্বশীল হওয়ায় অসংখ্য জ্ঞানী গুনী মানুষের সাথে উঠাবসা হয় এবং বিভিন্ন ছাত্র সংগঠনের ভাইদের সাথে কথাবার্তা হয়। এতে চিন্তার জগতে আমার অনেক পরিবর্তন শুরু হতে থাকে। এমনকি আমি নিজ উপজেলায় ২ বছর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি।
চরমোনাইয়ের ভাইদের মুখে সাইয়েদ আবুল আ'লা মওদূদী রাহি. বিরোধীতা গুলো শুনতে শুনতে মনের মধ্যে অসংখ্য প্রশ্ন জমা হতে থাকে। একসময় জামায়াতে ইসলামী ও মওদূদী রাহি. ভুল গুলো ধরার জন্য আমি জামায়াতের সাংগঠনিক সিলেবাস পড়া শুরু করি এবং সাইয়েদ আবুল আ'লা মওদূদী রাহি. এর লেখা বই গুলো পড়তে থাকি। ভালোভাবে অধ্যয়নের ফলে সত্য ঘটনা গুলো বুঝতে পারি এবং জানতে পারি। যে কথা গুলো সাইয়েদ আবুল আলা মওদুদী রাহি. বলেননি অথচ তাঁর নামে মিথ্যাচার করা হয়েছে! জামায়াতে ইসলামীর নামে মিথ্যাচার করা হয়। তারা জামায়াতে ইসলামীর বিরোধিতা করে শুধুমাত্র দলীয় অন্ধত্বের কারণে। এরকম অসংখ্য ভুল ভেঙ্গে যাওয়ায় চরমোনাই থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করি। আল্লাহর কাছে অনেক দোয়া করতাম যেন আমাকে সঠিক একটি ইসলামী সংগঠনে অন্তর্ভুক্ত করেন। আলহামদুলিল্লাহ। চরমোনাই থেকে জামায়াতে এসেছি এবং জামায়াতে ইসলামীর রুকন হয়েছি। এমন সময় জামাতে ইসলামীতে যোগদান করেছিলাম, যখন জামায়াতে ইসলামীর উপর প্রচন্ড জুলুম আর নির্যাতন করা হচ্ছিল। এলাকায় জামায়াতের সমর্থক বলতেও ভয় লাগে। কঠিন পরিস্থিতিতেও জামায়াতে ইসলামীর কাজ করেছি। বিভিন্ন স্তরের দায়িত্ব পালন করেছি এবং করছি। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন একনিষ্ঠ দাঈ হিসেবে কবুল করেন।
Muhammad Abdul Malek
মহান আল্লাহ তা'য়ালা বলেন,
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا.
আর বল, ‘হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে। নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল’। (সূরা বানী ইসরাঈল ১৭/৮১)
0 Comments