এই ছবি কি বলেনা? তোমাদের চেতনা জাগ্রত হউক?
-------------------------
যারা কুমিল্লার চৌদ্দগ্রামে খুনি আব্দুল হাই কানুর পক্ষ নিয়ে শুধুমাত্র জামায়াতের বিরোধিতায়,
জামাত ভুল করেছে তা ট্যাগ দিতে কঠিন হিংসা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগকে নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি'র ব্যানারে খুনি আব্দুল হাই কানুর পক্ষে রাজপথে নামলে?
তোমাদের কাছে আমার প্রশ্ন এই জয়নাল আবদিন ফারুক তো তোমাদের এমপি ছিলেন, সংসদীয় দলের নেতা ছিলেন তোমাদের চিফ হুইপ ছিলেন, সর্বোপরি তোমাদের কেন্দ্রীয় নেতা ছিলেন?
তাকে রাস্তায় ফেলে এভাবে পিটিয়ে পিটিয়ে জখম করেছিল কানুলীগের পুলিশ সদস্যরা তোমরা কি এখন পর্যন্ত তার বিচারের দাবি তুলে এই পুলিশ অফিসারের গ্রেফতারের দাবিতে আলাদা করে কোনো মিছিল করতে পেরেছ কি?
পারনি?
এই লজ্জা কার বা কাদের?
কে নিবে এই দায়?
খুনি কানুর পক্ষাবলম্বন করে মাটে নেমে মুলত তোমরা ফ্যাসিবাদের পূনর্বাসনের রাস্তা তরান্বিত করতে স্থানীয় ধূসরদের টেকসই প্রমোট ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী উগ্রবাদীতায় সুড়সুড়ি দিয়ে যাচ্ছ যা গোটা জাতির জন্য যেমন লজ্জার তেমনি জুলাই বিপ্লবের জন্য মধ্য দিয়ে ৫ আগষ্টের বিজয়ের সফল সুফলতার অন্তরায়!
0 Comments