Recent Tube

বিজয়ের ৫৩ বছরে দাড়িয়ে তাদের মুদি জি তাদের সেই চেতনার ধুতি খুলে দিল?


স্বাধীন বাংলাদেশ আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ মুক্তিযোদ্ধা নিয়ে দীর্ঘ ৫২ বছর আওয়ামিলীগ যে চেতনার খেলা খেলেছিলো দুর্ভাগ্যবশত বিজয়ের ৫৩ বছরে দাড়িয়ে তাদের মুদি জি তাদের সেই চেতনার ধুতি খুলে দিল?
-------------------------------------------------- 
শ*হীদ আল্লামা সাঈদী রহ: সহ শহী*দ জামায়াতে ইসলামীর  নেতৃবৃন্দের সারাজীবনের সংগ্রাম ছিলো ভা*র*তী*য় আধি*পত্য*বা*দের বিরুদ্ধে। 
তাঁরা সেসময় বুঝতে পেরেছিলেন পাকিস্তান দ্বিখন্ডিত হলে এ ভূখন্ড ভা*র*তের অ*ঙ্গরা*জ্যে পরিণত হবে। হুমকির মুখে পড়বে এদেশের সার্বভৌমত্ব ও ইসলাম। সে বিজয় হবে ভা*র*তের বিজয়।

দৃশ্যত তা আজ বাস্তবে পরিণত হয়েছে। রক্ষি*তা হাসি*নার দ্বারা ভা*রত এ দেশকে নিজেদের অ*ঙ্গরা*জ্যে পরিণত করেছে। মো*দি নিজেও স্বীকার করেছে এ বিজয় বাংলাদেশের বিজয় ছিলোনা, এ বিজয় ছিলো ভা*র*তের বিজয়। 

যে চেতনার কার্ড খেলে এ ভূখন্ডে ভার*তীয় আ*গ্রা*সন চাপানো হয়েছে, শহীদ নেতৃবৃন্দকে ফাঁ*সিকাষ্ঠে ঝুলানো হয়েছে সে চেতনার পোশাক গায়ে পরার জন্য জামায়াত আজ মরিয়া হয়ে উঠেছে। সর্বস্তরের জনতা যখন এই চেতনাকে পায়ে দলে নয়া ইনকিলাবকে স্বাগত জানিয়েছে জামায়াতের রথ তখন চলছে উল্টোপথে। যদি শুভ বুদ্ধির উদয় না হয় তাহলে চেতনা ব্যবসায়ীদের যে পরিণতি এদেশের মানুষ করেছে তারাও হয়তো সেই পরিণতির দিকেই হেঁটে চলেছে।

Post a Comment

0 Comments