#সময়ের প্রায় সব রাজনৈতিক দলেই একই অবস্থা বিরাজমান। কারো দেখা যায় আর কারোরটা দেখার বাহিরে থেকে যায়? এই জাস্ট!
পরিত্রাণের উপায় কি আছে??
#কার_নেতা_কে_হয়?
মু.রুকুনুজ্জামান চৌধুরী।
-------------------------
একেতো কান কথা,
সাথে আছে তোষামোদ
তৈল মর্দনে নেতা,
খুশিতে যে বুদ বুদ।
এসব আজ বুঝা দায়,
কে কারে যে নেতা কয়।
কে যে কত তেলগুলে,
কার নেতা কে যে হয়?
বোধদয় প্রয়োজন,
জ্ঞানী নেতা নাই কি
বিবেকের আদালতে
বুঝবে কে চায় কি?
চিহ্নিত হোক কে সে
তোষামোদ চাটুকার
সমাজের কীট সে যে
লাতি,গুতা সব তার।।
(২৯-৪-২৩ ইং)
0 Comments