Recent Tube

এক আল্লাহতে তাওয়াককুল মো: রু কু নু জ্জা মা ন চৌ ধু রী


এক আল্লাহতে তাওয়াককুল 
মো: রু কু নু জ্জা মা ন চৌ ধু রী 
----------------------------------------------

রক্ত চক্ষু বুলেট দিয়ে 
কাদের তোমরা দেখাও ভয়
বুলেট গুলি ফাসির ভয়ে
মোদের চলা দ্বীপ্তিময়।

হেরার পথের পথিক মোরা 
জান্নাত মোদের ঠিকানা 
হামলা মামলা নিষেধ বাধায়
হেরার পথিক আটকেনা।।

মোরা এক আল্লাহতে ভরসাকারী
এক আল্লাহতেই তাওয়াককুল 
তাগুত হটাও তাওহীদিবাদ 
লেন্দুপিনীর হটাও মূল। 

লেন্দুপিনী হটলে পরে 
সব তাগুতের নাক কাটে
তাগুত রাজির কুফরি শেকড়
উপড়ে যাবে মাঠ ঘাটে। 

০১-০৮-২০২৪ইং
-----------------------
লেখক হিসাবের কেউ না.....

Post a Comment

0 Comments