Recent Tube

একেই বলে সাংগঠনিক চেতনা। এই সোনার মানুষদের আমরা আর পাবো না। ফখরুল ইসলাম।



সিলেট মহানগর আমীর মুহতারাম মো: ফখরুল ইসলাম একদিন অফিসে কাজ করছেন। হঠাৎ তিনি খবর পেলেন মহানগর বাইতুলমাল সম্পাদক এর কাছে এসেছেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক এমপি (সিলেট-৫) মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী সাহেব।

তিনি অবাক হলেন। যেন আকাশ ভেঙে পড়লো! কারণ তিনি ভাবছেন, উনার তো শারিরীক অবস্থা ভালো নয়। ক্যামোথেরাপি চলে। আমাদেরকে চিনতেও কষ্ট হয়। অনেক সময় থেরাপি দেয়া যায়না কারণ শরীরে আর শক্তি নেই থেরাপী গ্রহণ করার মতো। 

তবুও হয়তো কিছুটা সুস্থ অনুভব করছেন ভেবে এসেছেন। এজন্য তিনি দ্রুত সেখানে গেলেন। গিয়ে দেখেন সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দীন সাহেব বাইতুলমাল সম্পাদক এর সামনে বসা। মহানগর আমীর জিজ্ঞেস করলেন, এই অবস্থায় কেন এসেছেন? মাওলানা যা উত্তর দিলেন তা শুনার পর আমার অন্তর কেঁপে উঠেছে। 

  মাওলানা বললেন, “আসলে আমার বাইতুলমাল এখনো বকেয়া আছে। বাইতুলমাল সম্পাদক কবে আমার কাছে যাবেন হয়তো দেরি হয়ে যাবে তাই আমি নিজেই এখানে নিয়ে আসলাম।”

   এই কথা বলার সাথে সাথে মহানগর আমীর কেঁদে ফেললেন। তিনি বললেন, “একেই বলে সাংগঠনিক চেতনা। এই সোনার মানুষদের আমরা আর পাবো না। এই যুগে আমরা আর এমন মানুষ পাবোনা।’’

  আমি অনেক আগে শুনেছি অথচ এখনো পর্যন্ত মাওলানা ফরিদ উদ্দীন সাহেবের আন্দোলনের প্রতি ইস্তেকামাত ও দৃঢ়তার কথা স্মরণ করে কেঁপে উঠছি। অথচ আজ আমরা বাইতুলমাল তো বকেয়া রাখিই। বরং দিলেও এমনভাবে দেই যেন, সংগঠনকে এই টাকা দিয়ে আমরা কোনো উপকার করছি। আজ আমরা সংগঠন তো করছি কিন্তু মনে হচ্ছে সংগঠন করে সংগঠনের কোনো উপকার করে দিচ্ছি। 

  অথচ আমাদের সোনার মানুষগুলো নিজের দায়বদ্ধতা, শপথের আমানত রক্ষা ও দ্বীন প্রতিষ্টার তাগিদে নিজের মালকে হেফাজতের জন্য বাইতুলমালে টাকা জমা রাখতেন। তারা জাস্ট একত্রিত হয়েছেন দ্বীন প্রতিষ্টার জন্য আর সেদিকেই একমনে, এক ধ্যানে সকল চতুরতা বাদ দিয়ে কাজ করে গিয়েছেন। 

  আমরা হয়তো আর এমন সোনালি যুগের মানুষ পাবো না। তবে উনারা আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। কিভাবে আন্দোলনের প্রতিটা বিষয়কে সংরক্ষণ করে রাখতে হয় কিভাবে অর্পিত দায়িত্ব পালন করতে হয় এই শিক্ষাটুকু আমরা উনাদের থেকে পাচ্ছি।

  আল্লাহ মাওলানাকে আমাদের মাঝে আরোও বেশিদিন থাকার সুযোগ করে দিন। উনার হায়াতে তায়্যিবা বৃদ্ধি করে দিন। উনার শেষ জীবন সহজ করুন। আমরা যেন উনাদের যোগ্য উত্তরসূরী হতে পারি সেই তৌফিক দান করুন। আমীন

✍️  Mohammad Tufayal

Post a Comment

0 Comments