মালেকের অগ্নিঝরা ভাষণ সহ্য করতে না পেরে সেদিন তোফায়েল, মাহফুজ আনামরা ইটের উপর মাথা রেখে মালেকের মাথা থেতলে দিয়েছিল!!
৫৬ বছর পেরিয়ে গেছে, মাহফুজ আনামদের জায়গায় তাদের উত্তরসূরী মেঘমল্লাররা জায়গা করে নিয়েছে।
মালেকের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে ফরহাদরা। সেই ফরহাদ সম্পর্কে মেঘমল্লার মন্তব্য করেছে- "ফরহাদ একটা চ্যালেঞ্জ।" এখন আবার তোফায়েলের উত্তরসূরীদের ভূমিকায় নামছে আবিদ অথবা নাছির নাছিরেরা।
ফরহাদদের নিরাপত্তার মালিক তো স্বয়ং তাদের রব, কিন্তু মালেকের মতো করে ফরহাদরাও যে বাতিলের চক্ষুশূল হচ্ছে, ফরহাদদেরকেও যে মালেকের মতো করে থেতলে দেওয়ার উদ্যোগ তারা নেবেনা- একথা আমরা নিশ্চিতভাবে বলতে পারিনা।
ফরহাদদের জন্য চাই বেশি বেশি দোয়া, আর চাই বাহ্যিক কিছু অতিরিক্ত নিরাপত্তাবিধান। আমরা আমাদের আর কোনো মালেককে হারাতে চাই না।
মহান আল্লাহ প্রিয় ফরহাদ ভাইকে বাতিল শক্তির সকল ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুন। (আমিন)
0 Comments