Recent Tube

আল হাদিস

আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত।

 *নবী* *করিম* *(সা.)* বলেছেন, *চারটি* স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে *খাঁটি মুনাফিক* । 
যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায় ।

এগুলো হচ্ছে-
 ১. আমানতের খেয়ানত করে* 
 ২. কথা বললে মিথ্যা বলে* 
 ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং* 
 ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে।* ’’

 (বুখারী-২২৫৯, মুসলিম ১/২৫)

Post a Comment

0 Comments