আল্লাহর কাছে মূর্খতা বা অজ্ঞানতার স্তরঃ
১- لا يعلمون অর্থাৎ যারা কোন জ্ঞানই রাখেনা বা যারা জানেনা। এদেরকে আল্লাহ খুব বেশি অপছন্দ করেন। এটাই অজ্ঞানতার সবচেয়ে নিচের স্তর। আল্লাহ, রাসুল, কুরআন, আখিরাহ তথা ধর্মীয় ব্যপারে অধিকাংশ মানুষের এই অবস্থা।
২- لا يفْقَهُونَ অর্থাৎ যারা জানে, অথচ জানা ঐ বিষয়ে যাদের কোন "ফিক্বহ" বা অনুধাবন নেই। ইসলামের কথা শুনে, কুরআনের কথা পড়ে ও জেনেও যাদের জীবনে পরিবর্তন আসেনা, মূলতঃ এরা জানে, বা জ্ঞানী, কিন্তু এদের ফিক্বহ নেই। আল্লাহ কুরআনের অনেক স্থানে এদের কথা বলেছেন। বিশেষ করে ইসলামের মধ্যে এসেও মুয়াফিকি ছাড়তে পারেনা, কুরআন হাদীস পড়েও যারা ইসলামে সম্পূর্ণ ভাবে আসতে পারেনা, তারা হলো এই ধরণের অজ্ঞানতার আঁধারে নিপতিত।
৩- لا يَعْقِلُوْنَ অর্থাৎ যাদের জ্ঞান আছে, বোঝেও কিছু, কিন্তু আক্বলের ব্যবহার করেনা। এটা ঐ সমস্ত মানুষের মাঝে আমরা দেখি, যারা দীন জেনেছে, বুঝেছে, কিন্তু প্রয়োগে হয় শীথিলতা দেখায়, অথবা প্রয়োগ করতে যেয়ে ভুল করে। সঠিক আক্বলের ব্যবহার করেনা। আল্লাহ তাআলা এদেরকেও অনেক স্থানে খারাপ বলেছেন।
আল্লাহ আমাদের এই তিন অজ্ঞানতা ও মূর্খতা থেকে বাঁচান।

0 Comments