Recent Tube

আমার প্রথম সংকলিত গ্রন্থঃ মুহাম্মদ তানজিল ইসলাম।

অনেক ফেসবুক ফ্রেন্ড আমাকে বার বার বই রচনা করতে বিভিন্ন ভাবে পরামর্শ ও উপদেশ দিয়ে উৎসাহিত করেছেন। আমারও স্বপ্ন ছিল যদি কখনো সম্ভব হয় সহীহ হাদীস সম্বলিত একটি ছোট্ট গ্রন্থ সঞ্চয়ন করব, যাতে এমন সব বিষয়ের সমাবেশ ঘটাবে যা পাঠকের জন্য পরকালের পাথেয় হবে। তাই সর্বপ্রথম রাসূলুল্লাহ (সা) এর 'হাদীস' এর খেদমত দিয়েই আমার রচনার কাজ শুরু করছি। আমি আমার নিজের অর্থায়নে প্রকাশ করছি-
'নির্ভরযোগ্য হাদীসের বিভিন্ন কিতাব থেকে মানব জীবনের অপরিহার্য বিষয়াবলীর উপর দলিল-প্রমাণ ভিত্তিক সহীহ হাদীসের এক অদ্বিতীয় সংকলন'
.
                 المختارات من السنة
                 ''নির্বাচিত হাদীস''
.
 'নির্বাচিত হাদীস' এর বিশেষ বৈশিষ্ট্যাবলীঃ
১. স্পেশাল ফন্টে আরবী ইবারতের পাশাপাশি বাংলা সরল অনুবাদ।
২. প্রতিটি হাদীসের আরবী ইবারত বোল্ড বা মোটা অক্ষরে প্রকাশ।
৩. মানব জীবনের অপরিহার্য বিষয়াবলীর উপর দলিল প্রমাণ ভিত্তিক 'শতাধিক সহীহ হাদীস' সংকলন।
৪. কুতুবে সিত্তাসহ নির্ভরযোগ্য বিভিন্ন হাদীসগ্রন্থ থেকে 'সহস্রাধিক রেফারেন্স' প্রদান।
৫. মূল হাদীসের সাথে সম্পূর্ণ কিংবা আংশিক মিল থাকা হাদীসগুলোর নম্বর উল্লেখ।
৬. কোন হাদীসগ্রন্থে একই বিষয়ে একাধিক হাদীস থাকলে তার কিছু ক্ষেত্রে পুনরাবৃত্তি নম্বর উল্লেখ।
৭. মুখস্থ করার সুবিধার্থে ছোট অথচ মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হাদীস সংকলন।
৮. হাদীসগুলো বিষয়ভিত্তিক ভাবে সাজানো।
৯. হাদীস শাস্ত্রের কতিপয় পরিভাষা বর্ণনা করা হয়েছে।
১০. কুতুবে সিত্তাসহ 'চল্লিশটি হাদীসগ্রন্থ ও গ্রন্থকারের নাম উল্লেখ করা হয়েছে।
.
#আমি আশা করি যে, কেউ যদি যত্নের সাথে পাঠ করে, তাহলে তা পাঠকের জন্য কল্যাণের পথপ্রদর্শক হবে এবং সকল প্রকার পাপ ও সর্বনাশা কর্ম থেকে বিরত রাখবে, ইনশাআল্লাহ।  এছাড়াও আমার এ সংকলিত গ্রন্থ ছাত্র, শিক্ষক, বক্তা, লেখক, ইমাম, খতিব, ইসলামী চিন্তাবিদ ও গবেষকসহ সকল জ্ঞান পিপাসু মুসলিমের 'রেফারেন্স' এর জন্য সহায়ক  হবে বলে আমি আশাবাদী।
.
ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলছেন,
نضر الله إمرأ سمع منا شيئا فبلغه كما سمعه.
"আল্লাহ তা'য়ালা সেই ব্যক্তিকে ধন্য করবেন, যে আমার কোন হাদীস শুনেছে এবং যেভাবে শুনেছে সেই ভাবে অন্যের নিকট তা পৌঁছে দিয়েছে।" (জামে তিরমিযী হাঃ ২৬৫৮, আবু দাউদ হাঃ ৩৬৬০, ইবনে মাজাহ হাঃ ২৩২, আহমদ হাঃ ৪১৪৬, দারেমী হাঃ ২৩০, মিশকাত হাঃ ২৩০, সহীহাহ হাঃ ৪০৪, সহীহুত তারগীব হাঃ ৮৩)।
--------------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ লেখকও মাওলানা।  

Post a Comment

0 Comments