Recent Tube

ছাত্রসংবাদ দারস প্রতিযোগিতা ২০২০ইং,

বিসমিল্লাহির রহমানির রহীম
ছাত্রসংবাদ দারস প্রতিযোগিতা ২০২০
“কুরআন-হাদিস চর্চা করে দক্ষতাকে বাড়াই,  
ঐশী আলোর মশাল হাতে অজ্ঞতাকে তাড়াই”

সম্মানিত পাঠক, 
আস্ সালামু আলাইকুম। ছাত্রসংবাদ আয়োজন করেছে আল কুরআন ও আল হাদিসের দারস লেখা প্রতিযোগিতা। সকল পর্যায়ের শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। নিন্মে উল্লেখিত বিষয়গুলো হতে দুই বিভাগ মিলে সর্বোচ্চ দুটি বিষয়ে একজন প্রতিযোগী এই দারস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। দারসুল কুরআন ও দারসুল হাদিসের জন্য সর্বোচ্চ শব্দসংখ্যা ৩০০০। দারস পাঠানোর শেষ তারিখ ২০ আগষ্ট ২০২০।  

নিয়মাবলী : দারসুল কুরআন  
১. সংশ্লিষ্ট বিষয়ে পবিত্র কুরআনের নির্দিষ্ট কিছু আয়াত বাছাই করে নিতে হবে।
২. সরল অনুবাদ উল্লেখ করতে হবে।
৩. শানে নুযুুল তথা নাজিলের প্রেক্ষাপট উল্লেখ করতে হবে।  
৪. কুরআন, হাদিস বা অন্য কোন কিতাব থেকে সরাসরি তথ্য ব্যবহার করলে রেফারেন্স উল্লেখ করতে হবে। {যেমন, সহিহ বুখারি: ১০১৯ (আধুনিক প্রকাশনী) এভাবে।}
৫. পবিত্র কুরআন ও হাদিসের আলোকে যুগোপযোগী ব্যাখ্যা করতে হবে।
৬. উল্লেখিত আয়াত ও প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের করণীয় বিষয়গুলো নির্ণয় করতে হবে।
৭. দারসের শিক্ষা (কমপক্ষে ৫টি পয়েন্ট) উল্লেখ করতে হবে।

নিয়মাবলী : দারসুল হাদিস
১. নির্দিষ্ট বিষয়ের সাথে সামঞ্জস্যশীল একটি হাদিস বাছাই করতে হবে।
২. হাদিসের সরল অনুবাদ করতে হবে।
৩. রাবি পরিচিতি উল্লেখ করতে হবে।
৪. হাদিস বিশারদদের তাহকীক অনুযায়ী হাদিসের সনদ ও মতনসহ মান (সহীহ/হাসান/গরীব/জয়ীফ) উল্লেখ করতে হবে।
৫. পবিত্র কুরআন ও হাদিসের আলোকে যুগোপযোগী ব্যাখ্যা করতে হবে।
৬. হাদিস ও প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের করণীয় বিষয়গুলো উপস্থাপন করতে হবে।
৭. আমাদের জন্য শিক্ষনীয় বিষয় (কমপক্ষে ৫টি পয়েন্ট) উল্লেখ করতে হবে।
 
দারসুল কুরআনের বিষয়: 
১. আল্লাহর কাছে প্রিয় যারা 
২. বিপদ-মুসিবত ঘিরে যেই পথচলা
৩. শাহাদাতের মর্যাদা 
৪. রাষ্ট্রক্ষমতা ও আল্লাহর হুকুমাত
৫. আল কুরআন: দুনিয়া ও আখেরাতের শ্রেষ্ঠ সঙ্গী
৬. তাকওয়া, তাওয়াক্কুল ও তারবিয়াতের ইতিকথা
৭. কবুলিয়াত আমলের বৈশিষ্ট্যগুলো
৮. কুরআনের মৌলিক যেকোন ঞবৎসরহড়ষড়মু (যেমন- আমলে সালেহ, ইকামাতে দ্বীন, আকিমুস সালাত, তাজকিয়াতুন নাফস প্রভৃতি)
৯. রাসূল (সা.):  উসওয়াতুন হাসানা
১০. নৈতিক অবক্ষয় থেকে বেঁচে থাকা

দারসুল হাদিসের বিষয়:
১. ইসলামী জীবনব্যবস্থা সবসময়ই স্মার্ট ও ভারসাম্যপূর্ণ
২. সত্য পথে চলতে গেলে ভুলতে হবে ব্যথা
৩. আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়সমূহ
৪. একজন মুমিনের কাঙ্খিত আচরণ 
৫. দ্বীন প্রতিষ্ঠায় আসহাবে রাসূলের (সা.) ত্যাগ ও কুরবানি
৬. দুনিয়া হতে জান্নাত যেতে যে পথে হাঁটতে হয় 
৭. যে হাসি প্রেরণা হয় পিচ্ছিল পথের
৮. মুসলিমের প্রতি অমুসলিমের হকসমূহ
৯. মহামারীতে মুসলিম সমাজের করণীয়   
১০. রমজানে বদরের ডাক: আমাদের চেতনা ও অনুভূতি 
 
পুরস্কারের বিবরণ-
প্রথম পুরস্কার  ১০,০০০ (দশ হাজার) টাকার শিক্ষাবৃত্তি
দ্বিতীয় পুরস্কার  ৮,০০০ (আট হাজার) টাকার শিক্ষাবৃত্তি
তৃতীয় পুরস্কার  ৬,০০০ (ছয় হাজার) টাকার শিক্ষাবৃত্তি
চতুর্থ পুরস্কার  ৪,০০০ (চার হাজার) টাকার শিক্ষাবৃত্তি
পঞ্চম পুরস্কার  ৩,০০০ (তিন হাজার) টাকার শিক্ষাবৃত্তি

দারসুল কুরআন ও দারসুল হাদিস উভয় বিষয় হতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচটি দারসের লেখক পুরস্কৃত হবেন।
-------------------------------------------------  
বি.দ্র.: লেখাটি কম্পোজ অথবা স্ক্যান করে প্রেরণার ই-মেইলে পাঠাতে হবে।
ই-মেইল: chhatra_sangbad@yahoo.com

Post a Comment

0 Comments