যিলহজ্জ মাসের নতুন চাঁদ দেখার পর কুরবানী না দেওয়া পর্যন্তু কুরবানীকারীর চুল ও নখ কাটা থেকে বিরত থাকাঃ
--------------------------------------------
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সহধর্মিনা উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
اذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره و أظفاره حتي يضحي.
.
"যখন তোমরা যিলহাজ্জ মাসের নতুন চাঁদ -দেখতে পাচ্ছ আর তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা করে, তবে সে চুল তার নখ কাটা থেকে বিরত থাকে।"
[সহীহ মুসলিম, (ইফাবা) হাঃ ৪৯৫৭, ৪৯৫৮, ৪৯৫৯]
------------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ, গ্রন্থপ্রনেতা, ও মাওলান।
0 Comments