Recent Tube

ইমাম হুসাইনের খুনী হতভাগা উবাইদুল্লাহর নাকে সাপ ঢুকার ছহীহ হাদীস!, আবুল হোসাইন আলেগাজী।

 হুসাইন রাঃ এর খুনী হতভাগা উবাইদুল্লাহর নাকে সাপ ঢুকার ছহীহ হাদীস!
-------------------------------------------------  
জিয়াদ বিন আবীহি ছিল একজন নিষ্ঠুর জালিম। প্রতিবাদী ছাহাবী হুজর বিন আদীকে এই জিয়াদের অভিযোগ শুনেই মৃত্যুদণ্ড দিয়েছিলেন তৎকালীন শাসক আমীর মুয়াবিয়া। আর এই জিয়াদের সন্তান উবাইদুল্লাহ ছিল তার পিতার চেয়েও বড় জালিম। তার নেতৃত্বেই নবীজির صلي الله عليه وسلم প্রিয় দৌহিত্র সাইয়িদুনা ইমাম হুসাইনকে কারবালায় নৃশংসভাবে হত্যা করা হয়। পরে পাপিষ্ট উবাইদুল্লাহ আহলে বাইতপন্থীদের হাতে নিহত হলে ছোট একটি সাপ এসে তার নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে। এ বিষয়ে দেখুন সুনানে তিরমিযীর একটি ছহীহ বর্ণনাঃ
عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ قَالَ: لَمَّا جِيءَ بِرَأْسِ عُبَيْدِ اللَّهِ بْنِ زِيَادٍ وَأَصْحَابِهِ نُضِّدَتْ فِي الْمَسْجِدِ فِي الرَّحَبَةِ. فَانْتَهَيْتُ إِلَيْهِمْ وَهُمْ يَقُولُونَ قَدْ جَاءَتْ قَدْ جَاءَتْ. فَإِذَا حَيَّةٌ قَدْ جَاءَتْ تَخَلَّلُ الرُّءُوسَ حَتَّى دَخَلَتْ فِي مَنْخَرَيْ عُبَيْدِ اللَّهِ بْنِ زِيَادٍ ، فَمَكَثَتْ هُنَيْهَةً ثُمَّ خَرَجَتْ فَذَهَبَتْ حَتَّى تَغَيَّبَتْ. ثُمَّ قَالُوا قَدْ جَاءَتْ قَدْ جَاءَتْ. فَفَعَلَتْ ذَلِكَ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا. أخرجه الترمذي (رقم 3780). وقال: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
অর্থঃ উমারা বিন উমাইর বলেন, যখন উবাইদুল্লাহ ও তার সাঙ্গ-পাঙ্গদের মাথা এনে রাহবার একটি মসজিদের সামনে সারি করে রাখা হয়, তখন আমি ওখানে গেলাম। ওই সময় লোকজনকে ‘এসেছে এসেছে’ বলতে শোনতে পেলাম। পরে দেখলাম, একটি সাপ লোকজনকে ভেদ করে যাচ্ছিল। গিয়ে সেটি উবাইদুল্লাহর নাকের দুই ছিদ্র দিয়ে প্রবেশ করল। একটু থাকার পর সেটি বের হয়ে অদৃশ্য হয়ে গেল। অতঃপর লোকজন আবারো ‘এসেছে এসেছে’ বললো। দেখা গেল, সাপটি দুই থেকে তিনবার এরকম (এসে নাকের ছিদ্রে প্রবেশ) করল। [সুনানে তিরমিযী (২৮৭০)। মানঃ ছহীহ]। 

 প্রসঙ্গত, এজিদ ও তার কূফার গভর্ণর উবাইদুল্লাহসহ ইমাম হুসাইনের খুনীদের সকলের করুণ ও অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ 
হতভাগা এজিদের করুণ মৃত্যু ও উবাইদুল্লাহর নাকের সাপের ছহীহ হাদীছ দেখেও যারা ইমাম হুসাইনের সত্যবাদিতা ও মজলুমিয়তে বিশ্বাস করতে পারেন না, তারা কোন্ ধরনের মুমিন আমার বুঝে আসে না৷

  ইয়া আল্লাহ্‌, কোনো সত্যবাদী মুমিন না জেনে এজিদকে ভালোবাসলে তাকে সুমতি দান করুন৷
৩০.০৮.২০২০, রবিবার
-------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ প্রবন্ধ লেখক ও মাওলানা।          

Post a Comment

0 Comments