Recent Tube

কিছু কিছু কথিত শায়েখের মুরিদদের কথা ইলেকশন নয় সিলেকশন! সবকিছুতে হারাম, কুফুর, শিরক, বিদআত খোঁজেন। শামীম আজাদ।


কিছু কিছু কথিত শায়েখের মুরিদদের কথা ইলেকশন নয় সিলেকশন! সবকিছুতে হারাম, কুফুর, শিরক, বিদআত খোঁজেন।

তো ভায়েরা রাসুলুল্লাহ সাঃ এর বাণী কি দেখেন না?

وَعَنْ أَبي سَعِيدٍ وأَبِي هُرَيرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنهُمَا، قَالاَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : إِذَا خَرَجَ ثَلاَثَةٌ في سَفَرٍ فَليُؤَمِّرُوا أحَدَهُمْ . حديث حسن، رواه أَبُو داود بإسنادٍ حسن
এই হাদীসের আলোকে কে আমীর সিলেকশন করে দিবেন?

আরও কিছু উদ্ভট চিন্তাবিদ তৈরী হয়েছে তাদের টার্গেটই মধ্যমপন্থা ইসলামী দল। তাদেরকে মডারেট ইসলামী দল বলে। অথচ এই উদ্ভট চিন্তাবিদের দল নেই, কর্মী নেই। তাদের চিন্তাভাবনাই স্ব সশস্ত্র যুদ্ধ করা। তারা থাকে বাংলাদেশে, চিন্তা করে আফগানিস্তান, সিরিয়া, খোরাসান, রোম এসব নিয়ে। 

তো ভাইয়েরা আফগানিস্তান, সিরিয়া, খোরাসান নিয়ে চিন্তা না করে বাংলাদেশ নিয়ে চিন্তা করুন রাজপথে। সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজমের বিরুদ্ধে রাজপথে নামুন।

গর্তের মধ্যে থেকে ইসলামী দলের বিরুদ্ধে বক্তব্যের কলম না ধরে সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজমের বিরুদ্ধে রাজপথে নামুন।

নিজেদের চেহারা জাতির কাছে উন্মোচিত করুন ময়দানে কতক্ষণ টিকে থাকতে পারেন আমরা একটু দেখতে চাই।

আপনারা যে কথা বলে মানুষদের বিভ্রান্ত করছেন

খুব সুন্দর কথা বলে বই লিখে মানুষদের আকৃষ্ট করছেন।

আপনাদের বইগুলোও পড়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। 

আপনারা কি এই হাদীসের প্রতি লক্ষ্য করেন না?

আপনারা একজনই একটা দল অথচ হাদীসের আলোকে আপনারা কি মিলিয়ে নিন

عَنِ الْحَارِثِ الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم أَنَا آمُرُكُمْ بِخَمْسٍ اللهُ  أَمَرَنِي بِهِنَّ بِالْجَمَاعَةِ وَبِالسَّمْعِ وَالطَّاعَةِ وَالْهِجْرَةِ وَالْجِهَادِ فِي سَبِيلِ اللهِ فَإِنَّهُ مَنْ خَرَجَ مِنْ الْجَمَاعَةِ قِيدَ شِبْرٍ فَقَدْ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ مِنْ عُنُقِهِ إِلَى أَنْ يَرْجِعَ وَمَنْ دَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ فَهُوَ مِنْ جُثَا جَهَنَّمَ  قَالُوا يَا رَسُولَ اللهِ وَإِنْ صَامَ وَصَلَّى؟ قَالَ وَإِنْ صَامَ وَصَلَّى وَزَعَمَ أَنَّهُ مُسْلِمٌ 

আপনারা মুসলিমদের মধ্যে  বিভাজন তৈরি করছেন অথচ আল্লাহ তা'আলা বলেছেন 

وَاعْتَصِمُواْ بِحَبْلِ اللّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُواْ

সেকুলারিজমের দেশে থাকবেন অাবার আরাম আয়েশে খাবেন, আর পর্দার আড়াল থেকে বক্তব্য দিবেন বই লিখবেন।
 
তাহলে তো আপনি রাজভোগী!
--------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments