Recent Tube

জামায়াত নির্মূলের পরিকল্পনাকারী গোপনে ও প্রকাশ্যে? -ইবনে যুবাইর।


জামায়াত নির্মূলের পরিকল্পনাকারী  একজন যেমন ছিলেন মাহবুবে আলম তেমনি মামুনুল হক ও আহমাদ শফি গ্রুপও।

  এক দল গোপনে আরেক দল নির্জনে।পার্থক্য শুধু লেবাসে।এই লেবাসের কারণেই কারো মৃত্যুতে শোক সাগরে ভাসি আবার কারো মৃত্যুতে উল্লাসে ফেটে পড়ি।

   মানুষ কখনো কপালে সীঁদুর দেয়,আবার কখনো মাথায় কালো পট্টি বাঁধে,কখনো আলেমদের হেলিকপ্টারে চড়িয়ে সম্মান দেয় ,আবার কখনো সোহাগভরে তেতুঁল ডাকে।
লেবাস তুমি বড়ই অদ্ভুদ এবং রহস্যময়ী।তাই তো বারংবার  তোমার মধ্যেই আমরা ইসলাম খুঁজি।

Post a Comment

0 Comments