Recent Tube

এই ঘুম পাড়ানি গান আলেম সমাজকে কে শেখালো? ইবনে যুবাইর।

এই ঘুম পাড়ানি গান আলেম সমাজকে কে শেখালো?

  ইসলাম শান্তির ধর্ম বলে আমরা সমস্ত দায় এড়িয়ে নিরীহ প্রাণী সেজে যায়।এই রোগে আক্রান্ত হয়ে পড়েছে আমাদের আলেম সমাজ;
এই গান শুনিয়ে আমাদেরকে ঘুমে বুঁদ করে রাখা হয়েছে।
এই ঘুম পাড়ানি গান আলেম সমাজকে কে শেখালো?

ইসলাম শান্তির ধর্ম সেটি অবশ্যই ঠিক।ইসলাম শান্তির ধর্ম-তার মানে কি এই যে,আমাদেরকে আঘাতে আঘাতে জর্জরিত করা হবে,আমাদের মান ইজ্জাত নিয়ে ছিনিমিনি খেলা হবে,বিভিন্ন অজুহাতে মসজিদগুলো ভেঙ্গে ফেলা হবে,মাদরাসাগুলোকে জঙ্গির আঁতুড় ঘর বলে বিশ্ব দরবারে চিত্রিত করা হবে,অথচ তখনো আমরা ইসলাম শান্তির ধর্ম বলে চুপ থাকব!কি আজব জাতি আমরা!
আজ মুসলিম দেশে অমুসলিমরা আমাদেরকে মসজিদে ঢুকে পেটাচ্ছে,কেন পেটাচ্ছে,এত  সাহস তাদের কি করে হলো,কোথায় পেলো?
কারণ,আমাদের মুখে গু ভরা জুতোর বাড়ি দিয়ে পেটালেও "ইসলাম শান্তির ধর্ম" মর্মে মার খাওয়া সওয়াবের কাজ বলে আমরা তা হজম করে নিচ্ছি।কেন?

কারণ,আমাদের মুরুব্বীদের শিক্ষা, ইসলাম শান্তির ধর্ম!এই শিক্ষা আমাদের মনে বদ্ধমূল হয়ে গেছে বা করে দেওয়া হয়েছে।এই কুশিক্ষা থেকে আমাদের বেরিয়ে আসার এখনি সময়।দেশে ১৮ কোটি মানুষ।যদি ধরা হয়,১ কোটি আওয়ামী লীগ।হাফ কোটি অমুসলিম এবং  হাফ কোটি নাস্তিক ও বাম রামরা বাদ দিলেও ১৬ কোটি মুসলমান।এই ১৬ কোটি মুসলমানের মধ্যে ৮ কোটি মুসলমান যদি রাজপথে আওয়াজ তুলে,কসম আল্লাহর!দিল্লির মসনদ পর্যন্ত কেঁপে উঠবে,পুলিশ,বিজিবি,র্যাব,আর্মি অবাক চোখে নির্জীবের মত দাঁড়িয়ে থাকবে।একটি গুলি করার কথাও কল্পনায়ও নেবে না।এই জন্য সকল দলমতের মানুষকে ঐক্য গড়ে তুলতে হবে,অথবা নিজ নিজ দলের অবস্হান থেকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।কিসের স্বার্থে?দেশ ও জাতির স্বার্থে,ইসলামের স্বার্থে।শ্লোগান হবে নাস্তিক্যবাদী সরকার হঠাও,দেশ, জাতি ইসলাম বাঁচাও!!
,--------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।             

Post a Comment

0 Comments