Recent Tube

ফ্রান্স: "ওয়া লাও কারিহাল কাফিরুন" ৷ -- হারুন ইজহার।

 
  ফ্রান্স: "ওয়া লাও কারিহাল কাফিরুন"

এইতো মাত্র কয়েকদিন আগে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁ বলছিলেন;
“বিশ্বজুড়ে ইসলাম একটি সঙ্কটে পড়েছে, এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও এই ধর্মটি সঙ্কটে।

কিন্তু লম্বা সময় যেতে হয়নি, মাত্র কয়েকদিনের ব্যবধানে ইসলাম নতুন বারতা নিয়ে চলে আসে ফ্রান্সে।

মালিতো অপহৃত ফরাসি মহিলা এনজিও কর্মকর্তা সৌফি ফ্রান্সে হেজাব সহ ফিরে এসে ঘোষণা দিলেন-
আমি এখন থেকে মারয়াম,আমি মুসলিম। 

ইসলামবিদ্বেষী ফরাসি রাজনীতির গালে তাওহীদের এমন চপেটাঘাত প্রেসিডেন্ট ম্যঁক্রোর জন্য নিতান্তই অনাকাঙ্খিত ছিলো, আর তাই বিমানবন্দরে মুক্ত সৌফির আগমনে দেয়া আনুষ্ঠানিক উপলক্ষটি না সেরে তিনি কেটে পড়েন। হায় লজ্জা!!

ম্যাঁক্রো তার পূর্বের সে ভাষণে আরো বলছিলেন ;
 যে সব গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং ব্যক্তি ফ্রান্সের ঐক্য এবং ফরাসী প্রজাতন্ত্রের ‘ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে‘ হুমকিতে ফেলছে তাদের মোকাবেলার জন্য নতুন একটি আইন তিনি আনছেন। 

বিবিসির মতে ফরাসী সমাজের ঐ কথিত শত্রু হিসাবে তিনি পরিষ্কার করেই চিহ্নিত করেছেন ‘কট্টর ইসলাম‘কে।

মুসলিম ভূখণ্ড মালিতে সাম্রাজ্যবাদী ফরাসি কুফ্ফার তাদের ইসলামবিরোধী লড়াইয়ে অনেক বড় খেসারত দিলো, দু'শ মুজাহিদের মুক্তি, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ, আর তার সাথে সংযুক্ত হলো মারয়ামের সারপ্রাইজ!

আমাদের বোন ইভন রেডলীদের কাফেলা শক্তিশালী হোক!  আমীন!!
---------------------------------------------------------------
লেখকঃ ইসলামিক স্কলার লেখক ও বিশ্লেষক।       

Post a Comment

0 Comments