মাজলুমের বুকফাটা করুন আর্তনাদ ও বিগলিত অশ্রু আল্লাহর আরশও কেঁপে উঠে। দিন দিন সেই আলামত স্পষ্ট হতে শুরু হয়েছে।
ওসি প্রদীপ মেজর সিনহা রাসেদকে হত্যা করে রাজার হালে জেল হাজতে শুয়ে বসে কাটাচ্ছে দিন।
আওয়ামী এম পি হাজী সেলিমের ছেলে নৌবাহিনীর মেজর ও তার স্ত্রীকে মারধরের ঘটনায় গ্রেফতার।
গ্রেফতার হয়ে জামাই আদরে কিছুদিন থাকবে জেল হাজতে,তারপর জামিনে মুক্ত। সরকার দলীয় লোকজন বুঝে গেছে কোন কারণে যদিও তারা গ্রেফতার হয় তবে একটা সময় তারা ঠিকই বেরিয়ে যাবে এবং যাচ্ছেও।
তাই গলায় সেনা প্রধান,নৌ প্রধান সাইনবোর্ড ঝুলিয়ে রক্ষা পাওয়া যাবে না। নীশিথ রাতের সরকারকে যারা ক্ষমতায় এনেছিল দেশেও তারাও আজ নিরাপদ নয়।
কোটি কোটি মাজলুমের অভিশাপ রয়েছে দেশের প্রশাসন ও জালিম সরকারের উপর।আল্লাহ ছাড় দেন,ছেড়ে দেন না। মাজলুমের বুকফাটা করুন আর্তনাদ ও বিগলিত অশ্রু আল্লাহর আরশও কেঁপে উঠে। অভিশপ্ত ফেরাউন আর তার গোন্ডাবাহিনী অচিরেরই ধ্বংস হবে ইনশা আল্লাহ। দিন দিন সেই আলামত স্পষ্ট হতে শুরু হয়েছে।
দেশের সেনাবাহিনী ও আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ র্যাব তাদের উচিত আত্নসমালাচনা করে জনগণের কাতারে সামিল হওয়া। নয়তো কারোরই শেষ রক্ষা হবে বলে মনে করার কারণ নেই। আজ মেজর সিনহা, নৌ বাহিনীর কর্মকর্তা ও তার স্ত্রী,কালকে একই পরিনতী ভোগ করার জন্য আপনিও তৈরি থাকুন।
0 Comments