Recent Tube

ফ্রান্স কি অনুরোধ করলো নাকি উপহাস? আবার বেয়াদবি! -- কুতুব শাহ।

ফ্রান্স কি অনুরোধ করলো নাকি উপহাস? আবার বেয়াদবি! 

গতকাল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী তাদের পণ্য বয়কট না করার জন্য এক বিবৃতি দিয়েছে। তাতে দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়া দূরে থাক বিবৃতি পড়ে মনে হল আমাদেরকে আদেশ দিচ্ছে তাদের পণ্য বয়কট না করতে। এটা দাম্ভিকতা, স্পর্ধা,  ঔদ্ধত্যপূর্ণ দুঃসাহস। 

বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেন "বয়কটের এই ডাক ভিত্তিহীন এবং অবিলম্বে বাতিল করা উচিত। সেই সাথে আমাদের দেশের বিরুদ্ধে উগ্র সংখ্যালঘুদের পরিচালিত সব হামলাও বন্ধ করা উচিত।" 

উক্ত ইস্যুতে তুরস্ক এবং ফ্রান্সের উত্তেজনা চরম পর্যায়ে চলে গেছে। যেকোন ফ্রন্টে সন্ত্রাসী হামলা বা সামরীক আক্রমণও হতে পারে। লিবিয়া, সিরিয়া, কুর্দি, গ্রীস, আর্মেনিয়া ইত্যাদি হট স্পটে তুরস্কের বিপরীতে দাঁড়িয়ে আছে ফ্রান্স। যেকোন স্পট ব্যাবহার করে তুরস্ককে জবাব দেয়ার ষড়যন্ত্র চলছে।

যাইহোক, ফ্রান্সের পণ্য বর্জনের ডাক,ক্যাম্পেইন এবং  প্রতিবাদ অব্যাহত রাখতে হবে যতক্ষণ না ফ্রান্স ক্ষমা চেয়ে ইসলাম ফোবিয়া বন্ধ করার ঘোষণা দেয়।

#Boycott_French_প্রদুচতস
-----------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট । 

Post a Comment

0 Comments