Recent Tube

চলে গেলে দূর নক্ষত্রের দেশে । আর স্মৃতির বনে রেখে গেলে শূন্যতা ঢের; তুমি করলে জয়, অগনিত মানব হৃদয়,তাই আজও থেকে গেলে অক্ষয়.....!! রাজিন সালেহি।

চলে গেলে দূর নক্ষত্রের দেশে। আর স্মৃতির বনে রেখে গেলে শূন্যতা ঢের; 

তুমি করলে জয়, অগনিত মানব হৃদয়,তাই আজও থেকে গেলে অক্ষয়.....!!

 যদি জীবনের চরমতম সত্যটা মিথ্যে হয়ে যেত। যদি নিথর দেহটাতে আবারও তোমার হৃদস্পন্দন ফিরে আসত। হাজার  মানুষের ভালোবাসায় আবারও চোখ মেলে পৃথিবীর নতুন ভোরের আলোতে তুমি দেখতে পেতে কাছের মানুষগুলো এখনও তোমার প্রতীক্ষায়।
প্রহর গুনে আছে ঐ কবরের চারপাশ..!! হ্যা...
জানি,ঐ না ফেরার দেশে থেকে কেউ ফিরে না। তারপরও তোমার হঠাৎ চলে যাওয়ায় বিস্মিত সবাই। 
ওপারে ভালো থেকো আমাদের আজাদ ভাই। 
কত আদরের ডাক- মমতায় বুকে জড়িয়ে ধরা,চিকন কন্ঠে কুশলাদি জিজ্ঞেস, ব্যবসায়িক আইডিয়া শেয়ার, নতুন কিছু করা,সমাজের ভালো-মন্দ, স্কুল,জামেয়ার দেখবাল,সব কিছু নিয়ে অষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকার গল্প।কোরআন, হাদীসের শায়েখদের আলোচনা, তাদের বই সংগ্রহ, পাঠাগার প্রতিষ্ঠা সহ কতই না গল্পে মাতিয়ে রাখতেন আলোচনার পসরা সাজিয়ে। সাথের অনেকেই সম্পর্কের তরে চাচা" বলে ডাকতেন। চাচা ছিলেন সবার গল্পের, আড্ডার মধ্যমনি, আজাদ ভাই ছাড়া নির্বাচনে রাতের আসর জমতো না। সব কিছুর পরে শীতের রাতে গরম মাফলারে জড়ানো "চাচা'র" (আজাদ ভাই) এর কৌতুক পুর্ন কৌতুহলী কথা সবাই কে মন্ত্রমুগ্ধ করে রাখতো।,তার বাল্যবন্ধু জিলা ভাই তিনিও সম্পর্কে চাচা- ভাতিজা,সমবয়সী ছিলেন। আজাদ ভাই এর মৃত্যুতে তিনিও ভেঙে মুষড়ে পড়েছেন। অনেকেই শোকে পাথর হয়ে গেছেন, একজন নীরব দাতা কে হারিয়েছে ছোট অনেক দাতব্য প্রতিষ্ঠান। সুদুর আমেরিকা যাবেন  সপরিবারের সব রেডি ছিলো। কিন্তু মহান রবের ডাকে আমাদের রেখে চলে গেলেন জান্নাতের মহীরুহে....!!
ওপারে ভালো থেকো আজাদ ভাই। আমাদের সাথে তোমার দেখা হোক ঐ জান্নাতের সিঁড়িতে কোরআনের সুরের মুচর্ছনায়......! 
সুপ্রিয় সুপ্রকাশ;
-------------------------------
লেখকঃ সাহসী কলম সৈনিক ও প্রবন্ধ লেখক। 

Post a Comment

0 Comments