Recent Tube

পাথর, দেওয়াল, ছাদ, মুদ্রা, টাকা, বিছানা, বালিশ, কাপড় ইত্যাদিতে প্রাণীর চিত্র, ছবি, মূর্তি, ভাস্কর্য তৈরি বা খোদাই করার শরয়ী বিধানঃ তানজিল ইসলাম।

পাথর, দেওয়াল, ছাদ, মুদ্রা, টাকা, বিছানা, বালিশ, কাপড় ইত্যাদিতে প্রাণীর চিত্র, ছবি, মূর্তি, ভাস্কর্য তৈরি বা খোদাই করার শরয়ী বিধানঃ
 ------------------------------------
১. ইবনে মাসঊদ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, 
«إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَاباً يَومَ القِيَامَةِ المُصَوِّرُونَ».
‘‘কিয়ামতের দিনে (প্রাণীর) চিত্র/ছবি/মূর্তি/ভাস্কর্য নির্মাতাদের সর্বাধিক কঠিন শাস্তি হবে।’’ (সহীহ বুখারী হাঃ ৫৯৫০, সহীহ মুসলিম হাঃ ২১০৯, নাসায়ী হাঃ ৫৩৬৪, আহমাদ হাঃ ৩৫৪৮, ৪০৪০, রিয়াযুস স্বালিহীন হাঃ ১৬৯১) 
.
 ২. ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
«إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ : أَحْيُوا مَا خَلَقْتُمْ» .
‘‘যারা এ জাতীয় (প্রাণীর) ছবি, মূর্তি বা ভাস্কর্য তৈরি করে, কিয়ামতের দিন তাদেরকে (কঠিন) শাস্তি দেওয়া হবে। তাদেরকে বলা হবে, তোমার যা বানিয়েছিলে তাতে প্রাণ প্রতিষ্ঠা কর।’’ (সহীহ বুখারী হাঃ ৫৯৫১, ৭৫৫৮, সহীহ মুসলিম হাঃ২১০৮, নাসায়ী হাঃ ৫৩৬১, আহমাদ হাঃ ৪৪৬১, ৪৬৯৩, ৪৭৭৭, ৫১৪৬, ৫৭৩৩, ৬০৪৮, ৬২০৫, ৬২২৬, ৬২৯০, রিয়াযুস স্বালিহীন হাঃ ১৬৮৭)
.
৩. আয়েশা (রা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে এলেন। আমি আমার কক্ষের তাক বা জানালায় পাতলা কাপড়ের পর্দা টাঙ্গিয়ে ছিলাম; তাতে ছিল প্রাণীর অনেকগুলি চিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওটা দেখলেন, তখন তার চেহারা পরিবর্তন হয়ে গেল। তিনি বললেন, 
«يَا عَائِشَةُ، أَشَدُّ النَّاسِ عَذَاباً عِندَ اللهِ يَوْمَ القِيَامَةِ الَّذِينَ يُضَاهُونَ بِخَلْقِ اللهِ» قَالَتْ : فَقَطَعْنَاهُ.
‘‘হে আয়েশা! কিয়ামতের দিন সেসব মানুষের সবচেয়ে বেশি শাস্তি হবে, যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ (প্রাণী) তৈরি করবে।’’ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ‘সুতরাং আমরা তা ছিঁড়ে ফেললাম।’ (সহীহু বুখারী ৫৯৫৪, সহীহ মুসলিম হাঃ ২১০৭, রিয়াযুস স্বালিহীন হাঃ ১৬৮৮)

Post a Comment

0 Comments