Recent Tube

আকীকার অনুষ্ঠান করা কি শরীয়তসম্মত? লুৎফুর রহমান ফরায়েজী।

আকীকার অনুষ্ঠান করা কি শরীয়তসম্মত?
প্রশ্ন
আসসালামু আলাইকুম।
আকিকার অনুষ্টান করা কি বৈধ? এটা কি সুন্নাহ সম্মত কাজ। মানুষকে অনুষ্টান উপলক্ষে দাওয়াত দেওয়া।

উত্তর;
وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আকীকার অনুষ্ঠান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণ রাঃ থেকে প্রমাণিত নয়। আকীকার গোস্তের হুকুম কুরবানীর গোস্তের মতই। নিজ পরিবার, আত্মীয় স্বজন এবং গরীবদের মাঝে বন্টন করার সুযোগ রয়েছে।

তবে আকীকার গোস্ত বন্টন করার কথা আছারের মাঝে পাওয়া যায়। কিন্তু অনুষ্ঠান করার প্রমাণ পাওয়া যায় না।

তবে এমনিতে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানোর মাঝে সমস্যা নেই।

قال ابن جريج: تطبخ بماء وملح أعضاء أو قال: آرابا ويهدى فى الجيران والصديق ولا يتصدق منها بشيء (مصنف عبدر الرزاق-4/331، رقم-7967)

عن سمرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: الغلام مرتهن بعقيقة يذبح عنه يوم السابع، ويسمى، ويحلق رأسه (سنن الترمذى، باب من العقيقة-1/278، رقم-1522، مسند البزار-10/440، رقم-4595، المعجم الكبير للطبرانى-6/474، رقم-6201

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

Post a Comment

1 Comments