Recent Tube

মিনিষ্টার হতে আসিনি,ফাইন্যান্স করে ফাইন্যান্স মিনিস্টার গড়ে তুলবো; --স্যার এনাম উল ইসলাম। ---- রাজিন আল সালেহি।

মিনিষ্টা হতে আসিনি,ফাইন্যান্স করে ফাইন্যান্স মিনিস্টার গড়ে তুলবো;
             --স্যার এনাম উল ইসলাম।

      স্যার এনাম আমাদের কাছে নবপরিচিত এক মুখ। ইউরোপের বুকে নিজের ব্যবসা আর সম্মান নিয়ে মাথা উঁচু করে বুর্জ আল খলিফার মত দাড়িয়ে নিজের দেশ ও  জাত কে তুলে ধরেছেন অনন্য এক উচ্চতায়। স্যার শুধু আমাদের এলাকার নয় এ দেশের এক বুক ভরা গর্ব। স্বপ্ন আর কল্পনাকে বাস্তবতায় রুপান্তরের এই কারিগর শত শত কোটি টাকা বিনিয়োগ করছেন নিজ এলাকায় কর্মসংস্হান তৈরী ও মানবতার সেবায়।

   নজিরবিহীন এ উদ্যোগ নিয়ে নজর কেড়েছেন দেশ- বিদেশের মিলিয়নিয়ার ও সর্বসাধারনের মনে।
তার একটি সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে সবার নজর কেড়েছে। বাপ-দাদার কবরের পাশে শায়িত হবার লক্ষ্যে কবর এর জায়গাও তৈরী করছেন এ ব্রিটিশ লিজেন্ড। দেশপ্রেম আর মানবতার এক অনন্য নজির তৈরী করতে চলছেন এ মহানায়ক। স্যার- আপনার  এনাম ফাউন্ডেশনের কার্যক্রম আর বিশাল বিনিয়োগ ফেঞ্চুগঞ্জের ইতিহাসে এক মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে। প্রশংসা আর বাহবা কূড়াতে নয় পরকালের রাস্তাকে সহজ ও সৌভাগ্যশীলদের সাথে অন্তর্ভুক্ত হতে দুনিয়ায় জীবনে আপনার এ প্রয়াস "সদকায়ে জারিয়া" গুলো মহান রাব্বুল আলামিনের কাছে কবুল ও মঞ্জুর হোক। বেকারত্বের অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো,ঘরহীন  মানুষ পাবে আপন নিবাস,সারাদেশে থেকে সুচিকিৎসা পেতে মানুষ আসবে আমাদের এলকায়,বাংলাদেশের "ভেলর" হবে আপনার এলাকা..আলি-শান মসজিদ আর গবেষণা সেন্টার থেকে ধ্বনিত হবে কোরআনের বাণী..!!
মেধাবীদের গড়ে তুলবেন নিজের শানিত মেধায়। ভবিষ্যতের মন্ত্রী, এম,পি,ডিসিরা হবে আপনার ছাত্র।
মেধায়- মননে স্বপ্ন ভূনা এনাম ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা স্যার কে ফেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে স্যালুট।
আপনার হাত ধরেই গড়ে উঠুক আমাদের আগামী..!! 

বিঃদ্রঃ দল,মতের উর্ধ্বে আমার এলাকা ও এলাকার উন্নয়ন।
---------------------------------------------
লেখকঃ প্রবন্ধ লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments