Recent Tube

আল কুরআন।


 সূরা,নুস, 
সূরা নম্বরঃ ১০, আয়াত নম্বরঃ ৭৬;
فَلَمَّا جَآءَهُمُ الْحَـقُّ مِنْ عِنْدِنَا قَالُوْۤا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِيْنٌ
অতঃপর যখন উহাদের নিকট আমার নিকট হইতে সত্য আসিল তখন উহারা বলিল, 'ইহা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু।'

আয়াত নম্বরঃ ৭৭
قَالَ مُوْسٰٓى اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ‌ ؕ اَسِحْرٌ هٰذَا  ؕ وَلَا يُفْلِحُ السَّاحِرُوْنَ
মূসা বলিল, সত্য যখন তোমাদের নিকট আসিল তখন তৎসম্পর্কে তোমরা এইরূপ বলিতেছ? ইহা কি জাদু ? জাদুকরেরা তো সফলকাম হয় না।'

আয়াত নম্বরঃ ৭৮
قَالُـوْۤا اَجِئْتَـنَا لِتَلْفِتَـنَا عَمَّا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا وَتَكُوْنَ لَكُمَا الْكِبْرِيَآءُ فِى الْاَرْضِؕ وَمَا نَحْنُ لَـكُمَا بِمُؤْمِنِيْنَ
উহারা বলিল, 'আমরা আমাদের পিতৃপুরুষগণকে যাহাতে পাইয়াছি তুমি কি তাহা হইতে আমাদেরকে বিচ্যুত করিবার জন্য আমাদের নিকট আসিয়াছ এবং যাহাতে দেশে তোমাদের দুইজনের প্রতিপত্তি হয়, এইজন্য ? আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নই।'

আয়াত নম্বরঃ ৭৯,
وَقَالَ فِرْعَوْنُ ائْتُوْنِىْ بِكُلِّ سٰحِرٍ عَلِيْمٍ
ফিরআওন বলিল, তোমরা আমার নিকট সকল সুদক্ষ জাদুকরকে লইয়া আস।'

আয়াত নম্বরঃ ৮০,
فَلَمَّا جَآءَ السَّحَرَةُ  قَالَ لَهُمْ مُّوْسٰۤى اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ
অতঃপর যখন জাদুকরেরা আসিল তখন উহাদেরকে মূসা বলিল, তোমাদের যাহা নিক্ষেপ করিবার, নিক্ষেপ কর।'





Post a Comment

0 Comments