আল্লামা সাঈদীর চেহেরার দিকে খেয়াল করেন নিঃশব্দের অনেক আওয়াজ অনুভব করবেন। এটা কি নতুন? নাহ,মোটেই নতুন নয়। ইতিহাসের দিকে খেয়াল করেন....
ইসলামী আদর্শের উপর অটল ও অবিচল থাকতে গিয়ে যুগে যুগে ঈমানের অগ্নিপরীক্ষা দিয়েছেন অনেক ইমাম, মুজতাহিদ, মুজাদ্দিদ, মুজাহিদ, দ্বীনের দাঈয়ীসহ বিভিন্ন দেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দানকারী অসংখ্য ইসলামী ব্যক্তিত্ব। যারা জালিমের জুলুম ও রক্তচক্ষুকে উপেক্ষা করে শুধুমাত্র সত্য ও ন্যায়ের জন্য দ্বীনের পথে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার প্রত্যাশায় হাসিমুখে অপবাদ শোনা হতে আরম্ভ করে জীবনের একটি অধ্যায়, প্রয়োজনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তবু বাতিলের সাথে আপোষ করেনি! তাদের উপর নির্যাতন শুধুমাত্র আদর্শগত বিরোধের কারণে তারা জালিমের জুলুম ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন।
জালিমের জুলুমের শিকার হয়ে কারাগারের অন্তরালে বন্দীবেশে জীবন কাটিয়েছেন ইমামে আযম আবু হানিফা । তাঁকে তদানীন্তন শাসক নিজের ক্ষমতার স্বার্থে বিচারপতির পদ-পদবী দিয়ে ব্যবহার করতে চেয়েছেন। তিনি তাতে সম্মুত না হওয়ায় তাঁকে কারা নির্যাতন ভোগ করতে হয়। ইমাম মালেক, ইমাম আহমদ ইবনে হাম্বল তদানীন্তন শাসকগোষ্ঠীর মর্জিমত ফতোয়া দিতে সম্মত না হওয়ায় তাঁদের উপর নেমে আসে যুলম ও নিপীড়ন। ইমাম ইবনে তাইমিয়া শুধু তদানীন্তন শাসকগোষ্ঠীর কোপানলে পড়েননি বরং সে সময়কার কিছু আলেমও তাঁর বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছিল। মুজাদ্দেদে আলফেসানী বাদশাহ আকবরের কোপানলে পড়েন দীনে এলাহীর বিরুদ্ধাচারণ করার জন্য। সৈয়দ নেসার আলী তিতুমীর, শায়খুল হিন্দু মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হুসাইন আহমদ মাদানী, শহীদ হাসানুল বান্না, সাইয়েদ কুতুব শহীদ, সাইয়েদ মুহাম্মদ কুতুব, হামিদা কুতুব, আমিনা কুতুব, ওমর তিলমেসানী, জয়নব-আল-গাজ্জালী ও আব্দুল কাদের আওদাসহ অনেকই নানাধরনের নির্যাতন ভোগ করেন। এখনো বিশ্বের বিভিন্ন কারাগারে সত্য পথের হাজার হাজার পথিককে জেলের অন্তরালে প্রতিনিয়ত অমানুষিকভাবে নির্যাতন করা হচ্ছে। দোয়া ছাডা আর কি করার আছে?
اللهم من أعان عبادك المظلومين والمستضعفين في الأرض فأعنه ، ومن نصرهم فانصره ، ومن مدّ لهم يدا بالإحسان فامدد له يدك بالإحسان ، ومن خذلهم فاخذله ، ومن مكر بهم فامكر به ، ومن مدّ إليهم يدا بالإساءة والعدوان فاقطع يديه وأعم عينيه واجعله عبرة للمعتبرين ، يا رب العالمين
---------------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।
0 Comments